বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাহী কমিটির সদস্য, চাঁদপুর জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জি. মমিনুল হক বলেছেন, দ্রব্য মূল্যের উবর্ধগতির কারণে দেশের মানুষ ভালো নেই।
শনিবার বিকেলে জীবনযাত্রার অব্যাহত ব্যয় বৃদ্ধি ও সর্বগ্রাসী দুর্নীতির প্রতিবাদ ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ, নির্বাচনকালীণ নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তিসহ ১০ দফা বাস্তবায়নের দাবীতে হাজীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির অবস্থান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, ‘সরকার এবং সরকারি দলের নেতা-কর্মীদের দুর্নীতির কারণে দ্রব্যমূল্যের দাম বেড়েছে, জনগণের নাভিশ্বাস উঠে গেছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হলে এবং এই দুর্নীতি ঠেকাতে হলে, এদেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।’
সম্প্রতি গঠিত নির্বাচন কমিশন নিয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনার সরকার ভোট চুরি করে ক্ষমতায় এসেছে। যারা তাদের সহযোগিতা করেছে তারাও ভোট চোর। এই ভোট চোরের সরকার দ্বারা গঠিত নির্বাচন কমিশনের অধীনে অনুষ্ঠিত কোন নির্বাচনে বিএনপি অংশ নেবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া কোন নির্বাচন হতে পারে না।’
তিনি আরও বলেন, ‘তারা আমাদের সভা, সমাবেশ করতে দিচ্ছেনা। পুলিশ দিয়ে বাধা দিচ্ছে। আগামীতে আমরা আর এই বাধা মানবো না। অনুমতিও নেব না। কেননা, সভা করার অধিকার একটি রাজনৈতিক দলের সাংবিধানিক অধিকার।’
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খানঁ সফরী।
উপজেলা বিএনপির সহ-সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারীর পরিচালনায় অনুষ্ঠিত অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের মজুমদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এম.এ নাফের শাহ্, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক খোরশেদ আলম ভুট্টু, পৌর বিএনপির উপদেষ্টা হেলালউদ্দিন মজুমদার, উপজেলা যুবদলের আহবায়ক আকতার হোসেন দুলাল, সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের আহবায়ক মিজানুর রহমান সেলিম, সদস্য সচিব বিল্লাল হোসেন পাটওয়ারী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসাইন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমান, সদস্য সচিব ইকবাল সর্দার, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইমাম হোসেন, উপজেলা ছাত্রদলের আহবায়ক এস.এম ফয়সাল হোসেন, সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের আহবায়ক আবু ইউছুফ, সদস্য সচিব দ্বীন ইসলাম টগর, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদুল ইসলাম হীরা, সাধারন সম্পাদক সোহেল রানাসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক শতাধীক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।