গাজীপুর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রের নৌকা প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সদস্য সচিবকে আটক করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার নৌকা প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি নুর ইসলাম ড্রাইভার ও সদস্য সচিব মাহফুজুর রহমানকেসকালে তাদের আটক করা হয়। দুপর ১২টা পর্যন্তও তারা আটক আছে বলে নিশ্চিত করেছে বিভিন্ন গোয়েন্দা সংস্থা।
এর আগে সিটি করপোরেশন নির্বাচনের ভোট শুরু হয়েছে সকাল ৮টা থেকে। বৃহস্পতিবার সকালে ভোট শুরুর আগেই ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা গেছে। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকে ধৈর্য নিয়ে ভোট দিচ্ছেন তারা।
এবার গাজীপুর সিটি করপোরেশনে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৭৯ হাজার ৪৭৬ জন। এর মধ্যে পুরুষ পাঁচ লাখ ৯২ হাজার ৭৬২ জন, নারী পাঁচ লাখ ৮৬ হাজার ৬৯৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ১৮ জন।
সিটি করপোরেশনে ৫৭টি সাধারণ ও ১৯টি সংরক্ষিত ওয়ার্ড আছে। মোট ভোটকেন্দ্র ৪৮০টি, মোট ভোটকক্ষ ৩ হাজার ৪৯৭টি।
গাজীপুর সিটি নির্বাচনে মেয়র পদে আটজন, সংরক্ষিত কাউন্সিলর পদে ৭৯ জন এবং সাধারণ কাউন্সিলর পদে ২৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।