৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং কুইজ প্রতিযোগিতা-২০২৩ খ্রী. এ চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ে প্রথম হয়েছে, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজ। শনিবার (১৭ জুন) বিভাগীয় পর্যায়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রথম হওয়ার গৌরব অর্জন করে হাজীগঞ্জ উপজেলার সেরা এ শিক্ষা প্রতিষ্ঠানটি।
বিভাগীয় কমিশনার কার্যালয়ের আয়োজনে চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনিস্টিটিউটের হলরুমে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার ড. মো. আমিনুর রহমানের হাত থেকে পুরস্কার গ্রহণ করেন, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী আল আমিন রুম্মান, অমিত কুমার দাশ ও নুসরাত জাহান।
অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আনোয়ার পাশার সভাপ্রধানে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চট্টগ্রাম প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনিস্টিটিউটের সুপারিনটেনডেন্ট মো. জয়নাল আবেদীনসহ অন্যান্য অতিথিবৃন্দ, বিভাগীয় কমিশনার কার্যালয়ের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।