অনলাইন নিউজ ডেস্ক :
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে হাজীগঞ্জে ২৫টি কোরবানির পশুর হাট ইজারা দেওয়া হয়েছে। ইতিমধ্যে ইজারাকৃত হাটগুলোতে জমেও উঠেছে বিকিকিনি। এর মধ্যে উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের কোরবানির পশুর হাট অন্যতম। ইজারা অনুযায়ী ওই ইউনিয়নের রামচন্দ্রপুর বাজারে না বসে পশুর হাটটি বসেছে স্থানীয় রামচন্দ্রপুর ভুইয়া একাডেমির মাঠে (উচ্চ বিদ্যালয়)। যা সরকারি নির্দেশনার পরিপন্থী।
গতকাল রোববার (২৫ জুন) বিকালে সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে, বিদ্যালয় মাঠে ২-৩’শ গরু ও অর্ধ-শতাধিক ছাগল উঠেছে। বেচাকেনাও হয়েছে মোটামুটি চোখে পড়ার মতো। এতে বিদ্যালয়ের খেলার মাঠ ও পরিবেশ নষ্ট করা হয়েছে। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুর রহমান জানান, স্থানীয় ও এলাকাবাসীর অনুরোধে শর্ত সাপেক্ষে বিদ্যালয়ের মাঠটি ব্যবহারের জন্য মৌখিক অনুমতি দেওয়া হয়েছে।