• শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১০:২৮ পূর্বাহ্ন
শিরোনাম:
পুলিশ প্রশাসনের কোন দপ্তরে ঘুষ বা দুর্নীতি থাকবে না-পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব চাঁদপুর সদর থানায় ঢুকে পুলিশ কর্মকর্তাকে লাঞ্ছিত করলেন শিক্ষার্থীরা, ওসি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি চাঁদপুরে ৬৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, শহরে জলাবদ্ধতা পুলিশ সুপারেরর সাথে বৈশম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মতবিনিময় বৈষম্যবিরোধী ছাত্রদের সাথে সদর উপজেলা ইউএনও’র মতবিনিময় সভা চাঁদপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা কচুয়ায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার নোয়াখালীর সাবেক এমপি স্ত্রী ও সন্তানসহ আটক বাংলাদেশের প্রধানমন্ত্রী হতে চান কিনা রয়টার্সের প্রশ্নের জবাবে যা বললেন নাহিদ কচুয়ায় সড়কে যানজট নিরসনে স্কাউট সদস্য ও সাধারন শিক্ষার্থী

হাজীগঞ্জে দুই দিনব্যাপী সাহিত্য মেলার উদ্বোধন

মানবিক গুণাবলী তৈরিতে সাহিত্যের বিকল্প নেই-রফিকুল ইসলাম বীরউত্তম এমপি

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
ছবি-ত্রিনদী

হাজীগঞ্জে দুই দিনব্যাপী সাহিত্য মেলা- ২০২৩ইং এর উদ্বোধন করেছেন, চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম। বৃহস্পতিবার (২৭ জুলাই) সকালে তিনি উদ্বোধনী অনুষ্ঠানের আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সে বক্তব্য রেখে মেলার উদ্বোধন করেন।

বাংলা একাডেমির সমন্বয়ে উপজেলা পর্যায়ের সাহিত্যিকদের সৃষ্টিকর্ম জাতীয় পর্যায়ে তুলে ধরার লক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের সহযোগিতায় এবং উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আলোচনা সভার পূর্বে প্রধান অতিথির পক্ষে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অতিথিবৃন্দ।

জেলা প্রশাসক কামরুল হাসানের সভাপতিত্বে হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে উদ্বোধনী অনুষ্ঠানে মেজর অব. রফিকুল ইসলাম বীরউত্তম বলেন, মানবিক গুনাবলী তৈরিতে সাহিত্যের বিকল্প নেই। পৃথিবীতে লেখকদের অনবদ্ধ ভূমিকা সমাজ ব্যবস্থাকে পাল্টে দিয়েছে। আমরা তা দেখেছি ও শুনেছি।

তিনি বলেন, একজন লেখক কিভাবে তার লেখনীর মাধ্যমে দেশ ও জাতিকে ঐক্যবদ্ধ করতে পারে, এমন ঘটনা পৃথিবীতে অনেক আছে। কবি গুরুর লিখা আমাদেরকে অন্যন্য শিখরে নিয়ে গেছে। অথচ আজকের প্রজন্ম বিখ্যাত লেখকদের বই পড়তে চায় না। তাদেরকে বইয়ের প্রতি নেশা তৈরি করতে আমাদের চেষ্টা করতে হবে।

সাহিত্যের কারনে পৃথিবীতে দাসত্ববাদের পরিবর্তন হয়েছে উল্লেখ করে তিনি আরো বলেন, সাহিত্য কোন এক ব্যক্তিকে প্রভাবিত করবে তা নয়, সাহিত্য একটি সমাজ কিংবা পুরো জাতিকে পরিবর্তন করে দিতে পারে। খাদ্য যেমনি আমাদের দেহকে গঠন করে, তেমনি সাহিত্য আমাদের মনকে গঠন করে।

শুরুতেই স্বাগত বক্তব্য রাখবেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম। এরপর বক্তব্য রাখেন, অনুষ্ঠানের প্রধান বক্তা বাংলা একাডেমীর পরিচালক ড. আমিনুর রহমান সুলতান, বিশেষ অতিথি শিশু সাহিত্যিক আহমেদ রিয়াজ, পঠিত প্রবন্ধের আলোচক দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, চাঁদপুর সরকারি কলেজের প্রভাষক সাঈদুজ্জামান, কবি ও প্রাবন্ধিক পীযুষ কান্তি বড়ুয়া এবং প্রবন্ধ পাঠ করবেন মনিরুজ্জামান বাবলু।

উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান মানিক, জেলা কারলাচার অফিসার তিথী সাহা, চাঁদপুর সরকারি কলেজের সহকারী অধ্যাপক সাঈদুজাজামান, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী, হাজীগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মাসুদ আহমেদ, হাজীগঞ্জ সরকারি পাইলট হাই স্কুল এন্ড কলেজের অধ্য মো. আবু ছাইদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের প্রভাষক ফারজানা কুমকুম ও সুহিলপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জাহিদ হাসানের যৌথ উপস্থাপনায় অনুষ্ঠানে গল্পকার প্রাবন্ধিক ও ছড়াকার কাদের পলাশ, মুহাম্মদ ফরিদ হাছান, গাজী সালাউদ্দিন, সাবিহা সুলতানা, যুগল কৃঞ্চ হালদার, আশিক বিন রহিম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক নুরুল ইসলাম প্রধানসহ শতাধিক কবি, সাহিত্যিক, প্রাবন্ধিক ও লেখকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫
১৬১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭
৩০