দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে হাজীগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে হাজীগঞ্জ বাজারস্থ একটি হোটেলে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলি কনফারেন্স মাধ্যমে বক্তব্য রাখেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শীতকাল আসার আগেই শীতের পাখিরা এসে গেছে, সবাই সতর্ক থাকবেন। এখন শীতের পাখিরা আসছে টাকা-পয়সা নিয়ে যাওয়ার জন্য। এলাকায় তাদের কোন অবস্থান নেই। তারা আসছে ভাইয়ে-ভাইয়ে বিভেদ সৃষ্টি করার জন্য।
তিনি বলেন, আওয়ামী লীগ কোন ভেসে আসা দল নই, যে উড়ে যাবে। এদেশে সংবিধানের বাহিরে কোন কিছুই হবেনা।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী যুবলীগের বিপ্লবী আহবায়ক মাসুদ ইকবাল।
অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক জাকির হোসেন সোহেল।
বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান হাজী জসিম উদ্দিন, উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক জহিরুল ইসলাম মামুন, বাকিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান লিটন, বাকিলা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহবায়ক ইব্রাহিম খান রনি, কালচোঁ উত্তর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক কামরুল হাছান, কালচোঁ দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি শ্যামল চন্দ্র সাহা, সদর ইউনিয়নের সভাপতি ফারুক খান, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইউছুফ প্রধানীয়া সুমন, সদর ইউনিয়ন পশ্চিমের সভাপতি মনির হোসেন, বড়কুল ইউনিয়ন যুবলীগের সভাপতি এনায়েত করিম ইসহাক, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান, বড়কুল পশ্চিম ইউনিয়ন যুবলীগের সভাপতি দেলোয়ার লোটাস, হাটিলা পূর্ব ইউনিয়ন যুবলীগের সভাপতি এস এম রাসেল মজুমদার, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, হাটিলা পশ্চিম ইউনিয়নের সভাপতি আমিনুল ইসলাম বাবলু, উপজেলা যুবলীগের সদস্য হারুন অর রশিদ, পৌর ছাত্রলীগের সভাপতি সোহেল আলম বেপারী, সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি।
কর্মীসভায় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ফরিদুল ইসলাম, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজন চন্দ্র সাহা, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য কাজী সারোয়ার।
এ ছাড়াও উপজেলা যুবলীগের প্রত্যেক ইউনিটের সভাপতি/সাধারণ সম্পাদকসহ নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।