ঢাকা 6:26 am, Tuesday, 5 August 2025

চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত:সচিব পার্থ গোপাল

  • Reporter Name
  • Update Time : 08:24:45 pm, Thursday, 14 September 2023
  • 16 Time View

প্রতিনিধির পাঠানো ছবি।

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম অঙ্গসহযোগী সংগঠন যুব ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক অমরেশ দত্ত জয় এবং সদস্য সচিব পার্থ গোপাল দাস কে রেখে ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

১৩ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ যুব ঐক্যের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাপস কান্তি বল এর স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটি অনুমোদন পত্রে উল্লেখ করা হয়, আগামী ৯০ (নব্বই) দিনের মধ্যে চাঁদপুর জেলার সম্মেলন আয়োজনের জন্য বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতিত্রয়ের অনুমোদনক্রমে নিম্নলিখিত আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হল। আগামী ৯০ (নব্বই) দিনের মধ্যে সম্মেলন আয়োজনে ব্যর্থ হলে অত্র কমিটি বিলুপ্ত বলে বিবেচিত হবে।

এদিকে বুধবার সন্ধ্যায় শহরের চিত্রলেখা মোড়ে এক সাংগঠনিক আলোচনাসভায় অনুমোদনকৃত কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এ চিঠি যুব ঐক্য পরিষদের জেলা নেতৃবৃন্দের হাতে তুলে দেন চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা জজ কোর্টের পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী।

এসময় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিনয় ভূষণ মজুমদার,সহসভাপতি তপন সরকার, জয়রাম রায়, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভাস্কর দাস, জেলা যুব ঐক্য পরিষদের নবঅনুমোদনকৃত কমিটির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক শ্যামল সরকার, তাপস পোদ্দার, রোমিও চৌধুরী, বিশাল দাস, দীপ গুহ, পিয়াল ঘোষ, সদস্য বিশ্বজিৎ দাস, সজীব দাস, চয়ন ঘোষ, কনিকা রানী শীল, রবি দাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নতুন দায়িত্ব পেয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয় ও সদস্য সচিব পার্থ গোপাল দাস বলেন, আমরা চাই একে অপরের প্রতি সহমর্মিতা বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনকে এগিয়ে নিতে। যুব সমাজ যাতে কোনভাবেই বিপদগামী না হয়ে বরং সংগঠনমনা হয়ে ঐক্যবদ্ধভাবে সমাজ বিনির্মাণে কাজ করতে পারে। সে লক্ষ্যেই অর্পিত দায়িত্ব পালনে সকলের আশির্বাদ, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

একটি রাজনৈতিক দল বায়তুল মালের নামে চাঁদাবাজি করে বিএনপির উপর দোষ চাপাচ্ছে-লায়ন ইঞ্জি. মমিনুল হক

চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত:সচিব পার্থ গোপাল

Update Time : 08:24:45 pm, Thursday, 14 September 2023

স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের অন্যতম অঙ্গসহযোগী সংগঠন যুব ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার আহ্বায়ক অমরেশ দত্ত জয় এবং সদস্য সচিব পার্থ গোপাল দাস কে রেখে ২৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

১৩ সেপ্টেম্বর বুধবার বাংলাদেশ যুব ঐক্যের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার তাপস কান্তি বল এর স্বাক্ষরিত এক পত্রে এ কমিটি অনুমোদন দেয়া হয়।

কমিটি অনুমোদন পত্রে উল্লেখ করা হয়, আগামী ৯০ (নব্বই) দিনের মধ্যে চাঁদপুর জেলার সম্মেলন আয়োজনের জন্য বাংলাদেশ যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতিত্রয়ের অনুমোদনক্রমে নিম্নলিখিত আহ্বায়ক কমিটি অনুমোদন দেয়া হল। আগামী ৯০ (নব্বই) দিনের মধ্যে সম্মেলন আয়োজনে ব্যর্থ হলে অত্র কমিটি বিলুপ্ত বলে বিবেচিত হবে।

এদিকে বুধবার সন্ধ্যায় শহরের চিত্রলেখা মোড়ে এক সাংগঠনিক আলোচনাসভায় অনুমোদনকৃত কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন এ চিঠি যুব ঐক্য পরিষদের জেলা নেতৃবৃন্দের হাতে তুলে দেন চাঁদপুর জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ও জেলা জজ কোর্টের পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী।

এসময় জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিনয় ভূষণ মজুমদার,সহসভাপতি তপন সরকার, জয়রাম রায়, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক ভাস্কর দাস, জেলা যুব ঐক্য পরিষদের নবঅনুমোদনকৃত কমিটির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক শ্যামল সরকার, তাপস পোদ্দার, রোমিও চৌধুরী, বিশাল দাস, দীপ গুহ, পিয়াল ঘোষ, সদস্য বিশ্বজিৎ দাস, সজীব দাস, চয়ন ঘোষ, কনিকা রানী শীল, রবি দাসসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নতুন দায়িত্ব পেয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করতে গিয়ে চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক অমরেশ দত্ত জয় ও সদস্য সচিব পার্থ গোপাল দাস বলেন, আমরা চাই একে অপরের প্রতি সহমর্মিতা বজায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে সংগঠনকে এগিয়ে নিতে। যুব সমাজ যাতে কোনভাবেই বিপদগামী না হয়ে বরং সংগঠনমনা হয়ে ঐক্যবদ্ধভাবে সমাজ বিনির্মাণে কাজ করতে পারে। সে লক্ষ্যেই অর্পিত দায়িত্ব পালনে সকলের আশির্বাদ, পরামর্শ ও সহযোগিতা কামনা করছি।