শিরোনাম:
বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ বেতন না পোষালে অন্য পেশায় চলে যান-প্রাথমিক শিক্ষকদের উদ্দেশ্যে উপদেষ্টা বিএনপি রাষ্ট্র পরিচালনার সুযোগ ফেলে ৩১ দফার ভিত্তিতে দেশ গড়বে-মোতাহার হোসেন পাটওয়ারী গভীর রাতে কম্বল নিয়ে অসহায় শিক্ষার্থীদের পাশে কচুয়ার ইউএনও হেলাল চৌধুরী ৫ দিন পর ঝঁলসে যাওয়া কচুয়ার সেই স্কুল শিক্ষার্থী মৃত্যু ফেব্রুয়ারিতেই আসছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল, ৩০০ আসনেই প্রার্থী দেয়া হবে বড়কুল রামকানাই উবি’র সভাপতি রিফাত জাহান, অভিভাবক সদস্য হাসান মাহমুদ নরসংদীতে আ’লীগের দুই গ্রুপের সংঘর্ষ নিহত ৩ শাহরাস্তিতে তারুণ্যের ম্যারাথন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কচুয়ায় ১৫ কেজি গাঁজা,মদ ও ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী ইয়াছিন গ্রেফতার

কথাসাহিত্যে এসবিএসপি সাহিত্য সম্মাননা-২০২৪ মনোনীত কথাশিল্পী শাহমুব জুয়েল

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : শুক্রবার, ২৪ জানুয়ারি, ২০২৫
কথাশিল্পী শাহমুব জুয়েল

দীর্ঘ আট বছর যাবৎ সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) তিনটি ক্যাটাগরিতে পুরস্কার দিয়ে আসছে। সাহিত্যে বিশেষ অবদানের জন্য প্রবীণ সাহিত্যিক উদীয়মান লেখকদের জন্য সাহিত্য সম্মাননা ও বীর মুক্তিযোদ্ধা ছায়েদুল হক এর নামে সম্মাননা প্রদান করা হয়ে থাকে৷ এছাড়াও স্মারক পুরস্্কার হিসেবেও লেখকদের উৎসাহিত করার জন্য সম্মাননা প্রদান করা হয়।

এবার কথাসাহিত্যে- শাহমুব জুয়েল কে সম্মাননা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে সোনার বাংলা সাহিত্য পরিষদ। সংগঠনের সভাপতি ভার্চুয়াল মাধ্যমে সম্মাননা প্রদানের ঘোষণা দেন। এবং আনুৃষ্ঠানিকভাবে সম্মাননা তুলে দিবেন বলে উপস্থাপন করেছেন। জমজমাট ও সুন্দর আয়োজনের জন্য সকলের সহযোগিতা কামনা করছেন। সভাপতি আরও বলেন , সারা বাংলাদেশ থেকে লেখক বাছাই করে নিঁখুত বিচার বিশ্লেষণ ও বাংলা একাডেমির পুরস্কার প্রাপ্ত কবি লেখকদের মতামতের ভিত্তিতে তা নির্ধারণ করা হয়েছে। প্রতি বছর এধরণের কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্মাননা প্রাপ্ত কথা সাহিত্যিক শাহমুব জুয়েল এর সঙ্গে কথা বলে জানা যায় তিনি এ সম্মাননা প্রাপ্তিতে আনন্দিত। লেখালেখির মাধ্যমে সমাজ দেশ রক্ষা পায়। নানা সংকটে লেখকদের কলম সাহসী ভুমিকা রাখে। লেখকদের সম্মান জানাতে সকল পেশাজীবী মানুষের এগিয়ে আসা উচিত। শাহমুব জুয়েল দীর্ঘ লিখছেন। পরিবেশ ও সমকালীন সংকট নিয়ে তিনি তাঁর বেশকিছু উপন্যাস রয়েছে। গিরিকন্যা, মেঘ বিদায়ের দিন ও জলতৃষ্ণা বেশ আলোচিত হয়েছে। তরুণদের রক্ষা ও কাজে লাগানোের বহুপন্থাকে তিনি উপন্যাসে তুলে ধরেছেন। উপন্যাসে তিনি চরিত্রয়ানের মাধ্যমে সামাজিক বিপ্লব তৈরি করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। ইতোমধ্যেও তিনি বিভিন্ন সংগঠন থেকে পুরস্কার ও সম্মাননা লাভ করেছেন। এবার ২০২৫ সোনার বাংলা সাহিত্য পরিষদ ( এসবিএসপি) তাঁকে তরুণ ক্যাটাগরিতে কথাসাহিত্য বিভাগে। মনোনীত করেছে তিনি মনে করেন সম্মাননা লেখালেখি করার পথরেখাকে আরও মসৃণ করবে। দেশ ও সমাজ বাস্তবতা আরও গতিশীল হবে। অগ্রযাত্রায় তারুণ্য ও সুবোধ-স্বপ্নের উন্মেষ ঘটবে। কেননা– তাতেই মুক্তি।

উল্লেখ্য যে, বাংলা সাহিত্যের বিশেষ অবদানের জন্য এসবিএসপি সাহিত্য সম্মাননা পুরস্কার প্রাপ্ত লেখক।

১. কবিতায় বিশেষ অবদানের জন্য- গোলাম কিবরিয়া পিনু
২. কথাসাহিত্যে বিশেষ অবদানের জন্য- হাবিব আনিসুর রহমান
৩. শিশুসাহিত্যে বিশেষ অবদানের জন্য- সারওয়ার-উল-ইসলাম
৪. মুক্তিযুদ্ধ গবেষণায় বিশেষ অবদানের জন্য- মুস্তফা হোসাইন
৫. মঞ্চ নাটক বিশেষ অবদানের জন্য- ড. মুকিদ চৌধুরী

এসবিএসপি সাহিত্য সম্মাননা-২০২৪ প্রাপ্ত লেখক।

কবিতার জন্য- ফারুক আহমেদ
কবিতার জন্য- মামুন খান
কথাসাহিত্য- শাহমুব জুয়েল

এসবিএসপি বীর মুক্তিযোদ্ধা ছায়েদুল ইসলাম সাহিত্য সম্মাননা- ২০২৪ প্রাপ্ত লেখক।

কবিতায়- তাসলিমা কবির রিংকি
ছোটগল্প- সালমা সুলতানা’র নাম ঘোষণা করা হয়েছে। ১০:৩০ মিনিটের পর লাইভে সম্মাননা ঘোষণা।

সোনার বাংলা সাহিত্য পরিষদ (এসবিএসপি) সম্মাননা ঘোষণা করার সময় সার্বিক সহযোগিতা করেন কবি ফখরুল হাসান, রাত দশটা ত্রিশ মিনিটের নামগুলো ঘোষণা করেন সভাপতি আহমেদ সৈয়দ শাহিনুর ইংল্যান্ড প্রাবাসী উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক আনাম আনন্দ প্রেসিডিয়াম কমিটির সভাপতি তারেক হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০৩১