মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার (এসএসসি) ফলাফল প্রকাশ হয়েছে। এতে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধিনে চাঁদপুর জেলার ৮ উপজেলায় ২৮৫টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয় ২৪হাজার ৬৪৮জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৩ হাজার ৭৬৫জন। পাশের হার ৫৫.৮৫ ভাগ। জিপিএ ফাইভ পেয়েছে ১ হাজার ৭২জন।
বৃহস্পতিবার (১০ জুলাই) সন্ধ্যায় জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ এই তথ্য নিশ্চিত করেন। তিনি জেলার এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) এর ফলাফলের একটি প্রতিবেদন গণমাধ্যমে প্রেরণ করেন।
প্রাপ্ত তথ্যে জানাগেছে, এ বছর জেলার ৮ উপজেলার ১৯৯টি মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ নেয় ৭ হাজার ৩৩১জন শিক্ষার্থী। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪হাজার ৭৩৫জন। পাশের হার ৬৪.৫৯%। জিপিএ ফাইভ পেয়েছে ৮২জন।
এছাড়া এসএসসি (ভোকেশনাল) থেকে জেলার ৩২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় অংশ নেয় ১ হাজার ৬৭৮জন। উত্তীর্ণ হয়েছে ১হাজার ২৬৬জন। পাশের হার ৭৫.৪৫%। জিপিএ ফাইভ পেয়েছে ৪৮জন।
এদিকে জেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে এ বছর পরীক্ষায় অংশগ্রহন করে ২৩২জন। উত্তীর্ণ হয়েছে ২৩০জন। জিপিএ ফাইভ পেয়েছে ৯১ জন। পাশের হার ৯৯.১৪%।
মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় থেকে পরীক্ষায় অংশ নেয় ২৪১জন। উত্তীর্ণ হয় ২৩৪জন। পাশের হার ৯৭.১০%। জিপিএ ফাইভ পেয়েছে ১১৭জন।
আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় ৭৮২জন। উত্তীর্ণ হয়েছে ৬৯৯জন। জিপিএ ফাইভ পেয়েছে ১০৫জন। পাশের হার ৮৯.৬২%।