ঢাকা ০৮:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫, ৬ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত

  • Reporter Name
  • Update Time : ১১:০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫
  • ১১৮ Time View

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) কর্তৃক আয়োজিত নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু বই পড়ে ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং নীতি-নৈতিকতা ও চরিত্র গঠনের শ্রেষ্ঠ সময়। শিক্ষার্থীদের উচিত সততা, মানবিকতা ও দায়িত্ববোধকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তোলা। একজন মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ তার জ্ঞান নয়, বরং তার সৎ চরিত্র।

ভিসি বলেন, শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা অর্জনের পথে সবচেয়ে বড় শক্তি হলো মায়ের দোয়া। মায়ের আশীর্বাদই জীবনের অন্ধকার দূর করে আলোর পথ দেখায়। এজন্য প্রতিটি সন্তানের কর্তব্য মায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা।

আইনস্টাইনের উদাহরণ টেনে তিনি বলেন, মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ছোটবেলায় পড়াশোনায় আগ্রহ হারিয়ে প্রায়ই স্কুল ফাঁকি দিতেন। কিন্তু তার অন্তর্নিহিত কৌতূহল, অধ্যবসায় ও জ্ঞানপিপাসা একসময় তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানীতে পরিণত করে। এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে— বিদ্যালয়ের চার দেয়াল নয়, আসল শিক্ষা হলো অনুসন্ধিৎসা ও সৃজনশীলতার বিকাশ।

ভিসি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় জীবনের গুরুত্ব, জ্ঞানচর্চা, গবেষণা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তাফিজ আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মোঃ বাইজীদ আহম্মেদ।

চাঁবিপ্রবির শিক্ষার্থী তাহমিদুর রহমান নিহাল ও তামান্না আক্তারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, আইসিটি বিভাগের চেয়ারম্যান সোহেল রানা এবং সিএসই বিভাগের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।

আইসিটি, সিএসই ও ব্যবসায় প্রশাসন বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও উপহার সামগ্রী প্রদান করা হয়। দোয়া অনুষ্ঠান, জাতীয় সংগীত পরিবেশনা ও বিশ্ববিদ্যালয় সম্পর্কিত প্রামাণ্য ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যুক্ত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কচুয়ায় এসএসসি ২০০০ ব্যাচ ফ্রেন্ডস ক্লাবের বন্ধুত্বদের মিলন মেলা

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন বরণ অনুষ্ঠিত

Update Time : ১১:০৮:৪৯ অপরাহ্ন, সোমবার, ১৮ অগাস্ট ২০২৫

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চাঁবিপ্রবি) কর্তৃক আয়োজিত নবীন বরণ ও ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ আগষ্ট) বিশ্ববিদ্যালয়ের সেমিনার রুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ড. পেয়ার আহম্মেদ।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবন শুধু বই পড়ে ডিগ্রি অর্জনের জন্য নয়, বরং নীতি-নৈতিকতা ও চরিত্র গঠনের শ্রেষ্ঠ সময়। শিক্ষার্থীদের উচিত সততা, মানবিকতা ও দায়িত্ববোধকে জীবনের অবিচ্ছেদ্য অংশ করে তোলা। একজন মানুষের সর্বশ্রেষ্ঠ সম্পদ তার জ্ঞান নয়, বরং তার সৎ চরিত্র।

ভিসি বলেন, শিক্ষার্থীদের উচ্চতর শিক্ষা অর্জনের পথে সবচেয়ে বড় শক্তি হলো মায়ের দোয়া। মায়ের আশীর্বাদই জীবনের অন্ধকার দূর করে আলোর পথ দেখায়। এজন্য প্রতিটি সন্তানের কর্তব্য মায়ের প্রতি শ্রদ্ধাশীল থাকা।

আইনস্টাইনের উদাহরণ টেনে তিনি বলেন, মহান বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন ছোটবেলায় পড়াশোনায় আগ্রহ হারিয়ে প্রায়ই স্কুল ফাঁকি দিতেন। কিন্তু তার অন্তর্নিহিত কৌতূহল, অধ্যবসায় ও জ্ঞানপিপাসা একসময় তাকে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী বিজ্ঞানীতে পরিণত করে। এ থেকে আমাদের শিক্ষা নিতে হবে— বিদ্যালয়ের চার দেয়াল নয়, আসল শিক্ষা হলো অনুসন্ধিৎসা ও সৃজনশীলতার বিকাশ।

ভিসি নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয় জীবনের গুরুত্ব, জ্ঞানচর্চা, গবেষণা ও নৈতিক মূল্যবোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোস্তাফিজ আহমেদের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক মোঃ বাইজীদ আহম্মেদ।

চাঁবিপ্রবির শিক্ষার্থী তাহমিদুর রহমান নিহাল ও তামান্না আক্তারের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন ব্যবসায় প্রশাসন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. ফারুক হোসেন, আইসিটি বিভাগের চেয়ারম্যান সোহেল রানা এবং সিএসই বিভাগের চেয়ারম্যান মোঃ জাহিদুল ইসলাম প্রমুখ।

আইসিটি, সিএসই ও ব্যবসায় প্রশাসন বিভাগের নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ ও উপহার সামগ্রী প্রদান করা হয়। দোয়া অনুষ্ঠান, জাতীয় সংগীত পরিবেশনা ও বিশ্ববিদ্যালয় সম্পর্কিত প্রামাণ্য ভিডিও ডকুমেন্টারি প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যুক্ত হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।