ঢাকা 1:27 am, Thursday, 21 August 2025

হাজীগঞ্জে শিকল কেটে দিন মজুরের ৩টি গরু চুরি

  • Reporter Name
  • Update Time : 10:09:14 pm, Wednesday, 20 August 2025
  • 8 Time View

ছবি-ত্রিনদী

বসত ঘরের দরজার শিকল আটকে রেখে গরুর গলার শিকল কেটে দিন মজুরের তিনটি গরু নিয়ে গেছে চোরের দল। এতে করে ৫ সন্তানের জনক দিনমজুর হোসেন মুন্সীর প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার (১৯ আগষ্ট ২০২৫) দিনগত গভীর রাতে চুরির ঘটনাটি ঘটে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের চরবাকিলা গ্রামের মুন্মী বাড়িতে।

হোসেন মুন্সীর স্ত্রী রাজিয়া বেগম জানান, রাত আড়াইটার দিকে আমি উঠে গরুর ঘরে এসে কয়েল জ্বালিয়ে খাবার দিয়ে গেছি। এর পরে ফজরের নামাজের জন্য স্বামী ঘরের দরজা খুলতে গিয়ে দেখে বাইরে থেকে দরজার শিকল লাগান রয়েছে। তৎক্ষনিক আমি জানালা খুলে দেখি গরু ঘরে গরু নাই।

হোসেন মুন্সী জানান, গত কোরবানী ঈদে বড় গরুটি দেড় লাখ আর মিডিয়ামটি এক লাখ ২০ হাজার টাকা দাম উঠেছে আমি বিকি করি নাই। আমার একটা থ্যালসেমিয়ার দুই বছররর বাচ্ছা রয়েছে তাকে তিন মাস পর পর রক্ত দেয়া লাগে। চিন্তা ছিলো গরু বিক্রি করে বাচ্ছাটিকে চিকিৎসা করারো বলে কান্নায় ভেঙ্গে পড়েন।

হোসেন মুন্সীর ভাগিনা রিপন জানান, গরু ঘর স্থানান্তর নিয়ে গত সপ্তাহে বাড়ির পাশের ঘরের একজন হুমকি দিয়ে বলেছে গরু কিভাবে পালবে বলে হুমকি দেয়া হয়েছিলো। আমরা আইনগত ব্যবস্থা নিবো তখন পুলিশ তদন্ত করে সঠিকটা বের করবে।

ইউপি সদস্য মানিক জানান,আমি গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কথা বলেছি। পরিবারটির বড় ক্ষতি হয়ে গেলো।

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন জানান, পরিবারটি আমাকে ঘটনাটি জানিয়েছে,তাদেরকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মহিউদ্দিন ফারুক জানান, খবর পেয়ে ক্ষতিগ্রস্থের বাড়িতে অফিসার পাঠানো হয়েছে।

ক্যাপশন: হাজীগঞ্জে বাকিলা ইউনিয়নের চরবাকিলা গ্রামের মুন্মী বাড়িতে রাতে গরু চুরির পরে সকালে উৎসুক জনতার চিত্র

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাহরাস্তিতে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

হাজীগঞ্জে শিকল কেটে দিন মজুরের ৩টি গরু চুরি

Update Time : 10:09:14 pm, Wednesday, 20 August 2025

বসত ঘরের দরজার শিকল আটকে রেখে গরুর গলার শিকল কেটে দিন মজুরের তিনটি গরু নিয়ে গেছে চোরের দল। এতে করে ৫ সন্তানের জনক দিনমজুর হোসেন মুন্সীর প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। মঙ্গলবার (১৯ আগষ্ট ২০২৫) দিনগত গভীর রাতে চুরির ঘটনাটি ঘটে হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের চরবাকিলা গ্রামের মুন্মী বাড়িতে।

হোসেন মুন্সীর স্ত্রী রাজিয়া বেগম জানান, রাত আড়াইটার দিকে আমি উঠে গরুর ঘরে এসে কয়েল জ্বালিয়ে খাবার দিয়ে গেছি। এর পরে ফজরের নামাজের জন্য স্বামী ঘরের দরজা খুলতে গিয়ে দেখে বাইরে থেকে দরজার শিকল লাগান রয়েছে। তৎক্ষনিক আমি জানালা খুলে দেখি গরু ঘরে গরু নাই।

হোসেন মুন্সী জানান, গত কোরবানী ঈদে বড় গরুটি দেড় লাখ আর মিডিয়ামটি এক লাখ ২০ হাজার টাকা দাম উঠেছে আমি বিকি করি নাই। আমার একটা থ্যালসেমিয়ার দুই বছররর বাচ্ছা রয়েছে তাকে তিন মাস পর পর রক্ত দেয়া লাগে। চিন্তা ছিলো গরু বিক্রি করে বাচ্ছাটিকে চিকিৎসা করারো বলে কান্নায় ভেঙ্গে পড়েন।

হোসেন মুন্সীর ভাগিনা রিপন জানান, গরু ঘর স্থানান্তর নিয়ে গত সপ্তাহে বাড়ির পাশের ঘরের একজন হুমকি দিয়ে বলেছে গরু কিভাবে পালবে বলে হুমকি দেয়া হয়েছিলো। আমরা আইনগত ব্যবস্থা নিবো তখন পুলিশ তদন্ত করে সঠিকটা বের করবে।

ইউপি সদস্য মানিক জানান,আমি গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কথা বলেছি। পরিবারটির বড় ক্ষতি হয়ে গেলো।

ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন জানান, পরিবারটি আমাকে ঘটনাটি জানিয়েছে,তাদেরকে আইনগত ব্যবস্থা নিতে বলা হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মহিউদ্দিন ফারুক জানান, খবর পেয়ে ক্ষতিগ্রস্থের বাড়িতে অফিসার পাঠানো হয়েছে।

ক্যাপশন: হাজীগঞ্জে বাকিলা ইউনিয়নের চরবাকিলা গ্রামের মুন্মী বাড়িতে রাতে গরু চুরির পরে সকালে উৎসুক জনতার চিত্র