চাঁদপুর সদর উপজেলা ১২ নং চান্দ্রা ইউনিয়নের জামায়াত নেতা ও শিক্ষক আব্দুল কাইয়ুম শেখের মা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে তিনি রাজধানীর ঢাকা আলমানার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সোমবার রাত ৯টায় বাখরপুর বাইতুল আমিন জামে মসজিদে সংলগ্ন ঈদগাহ ময়দানে মরহুমার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বিপুল সংখ্যক আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।
জানাজায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের এমপি প্রার্থী, জেলা জামায়াতের সেক্রেটারি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর শহর জামায়াতের আমীর ও চান্দ্রা ইউনিয়নের কৃতি সন্তান অ্যাডভোকেট শাহজাহান খান এবং চান্দ্রা বাজার নুরিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোস্তফা হামিদী।
জানাজার নামাজ পরিচালনা করেন মরহুমার সন্তান ও আল আমিন একাডেমীর শিক্ষক আব্দুল কাইয়ুম শেখ। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।