ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের নবনির্বাচিত নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। তিনি বলেন, “চাঁদপুরের উন্নয়নকে এগিয়ে নিতে সাংবাদিকরা সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। চাঁদপুরের পর্যটন শিল্পকে আরও সমৃদ্ধ করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন বলে জানান তিনি।
চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি রহিম বাদশার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক, অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, জেলা জামায়াতের সাধারণ সম্পাদক অ্যাড. শাহজাহান মিয়া। এ সময় বক্তব্য রাখেন ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি রাশেদ শাহরিয়ার পলাশ ও সাধারণ সম্পাদক সফিক শাহীনসহ রাজনৈতিক ব্যাক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, চাঁদপুরের উন্নয়ন ও অগ্রগতির ধারা অব্যাহত রাখতে সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বিশেষ করে থমকে থাকা উন্নয়ন প্রকল্পগুলো চালু করা এবং পর্যটন খাতকে আরো গতিশীল করার বিষয়ে জোর দেওয়া হয়।