পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত নেতা ইস্রাফিল হাওলাদার ফের আলোচনায় এসেছেন। চাঁদাবাজি, মাদক ব্যবসা ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের অভিযোগে বহিষ্কার হওয়া এ নেতা এবার জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে নাজিরপুর দাখিল মাদরাসা মাঠে আয়োজিত প্রতিনিধি সমাবেশে আনুষ্ঠানিকভাবে তিনি জামায়াতে যোগ দেন। এ সময় জাতীয় পার্টির উপজেলা সভাপতি আল আমিন খানসহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি জামায়াতের সদস্যপদ গ্রহণ করেন। জামায়াত নেতা মাসুদ সাঈদী ফুল দিয়ে তাদের বরণ করে নেন।
স্থানীয় রাজনৈতিক মহল জানায়, ইস্রাফিল হাওলাদার দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি ও নানা অনিয়মের সঙ্গে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে বহু অভিযোগ জমা পড়ায় গত ৯ মে কেন্দ্রীয় নির্দেশে জেলা স্বেচ্ছাসেবক দল তাকে স্থায়ীভাবে বহিষ্কার করে। এমনকি তিনি দোকানঘরে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি টাঙিয়ে সেটিকে দলীয় কার্যালয় হিসেবে ব্যবহার করার অভিযোগেও অভিযুক্ত হন।
যদিও যোগদান অনুষ্ঠানে ইস্রাফিল হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে সেগুলো সঠিক নয়।”
তবে বিতর্কিত এ ব্যক্তিকে জামায়াতে অন্তর্ভুক্ত করা নিয়ে তীব্র সমালোচনা চলছে। স্থানীয়দের দাবি, তার কর্মকাণ্ডের কারণে নাজিরপুরে একাধিকবার উত্তেজনা ও বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে।