ঢাকা 12:32 am, Sunday, 14 September 2025
চাঁদপুর সদর ও পৌর বিএনপির সম্মেলন

খালেদা জিয়া ছাড়া হাসিনা’সহ সকলে এরশাদকে বৈধতা দিয়েছিল: বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, বেগম খালেদা জিয়া ছাড়া শেখ হাসিনা ও জমায়াতসহ সকলে এরশাদকে বৈধতা দিয়েছিল। অনেক আগে থেকেই জামায়াতের সাথে শেখ হাসিনার আঁতাত ছিল। ওইসময় জামায়াত-আওয়ামী লীগ আতাঁত করে ১৭৩ দিন একসাথে খালেদা জিয়ার বিরুদ্ধে হরতাল পালন করেছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শহীদদের সাথে বেঈমানি করেছেন বঙ্গবন্ধু। আর আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি। সেই গণতন্ত্রের সাথে বেঈমানি করেছে শেখ মজিব। তার পরিণতি ১৫ আগস্ট মানুষ দেখেছে। সেটি মানুষ গণঅভ্যুত্থান হিসেবে মেনে নিয়েছে। এরপর জিয়াউর রহমান যেই আওয়ামী লীগকে পুনরুদ্ধার করেছে, শেখ হাসিনা সেখানে বিশ্বাসঘাতকতা করেছে।

বুলু নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এমন কোন কর্ম আপনারা করবেন না। যেন আপনাদের সেই কর্মের কারণে মানুষ বিএনপিকে এবং আপনার নেতাকে গালি দেয়।

তিনি বলেন, আপনারা জানেন ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন তিনি  কিছু কাজ করেছিলেন যা জাতীর জন্য মাইলফলক। তিনি উপবৃত্তির ব্যবস্থা, বিনা মূল্যে বই দেয়া, বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করেছিলেন। বেগম খালেদা জিয়া নারী শিক্ষার জন্য পদক্ষেপ নিয়েছিলেন। তিনি সেদিন ব্যাটের পথা চালু করেছিলেন। তিনি যদি সেদিন ব্যাটের ব্যবস্থা না করতো তাহলে আজকে সরকার কর্মচারীদের বেতন দিতে পারতো না।

এদিকে সম্মেলনের মাধ্যমে পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন আকতার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক  এডভোকেট হারুন অর রশিদ ও সদর উপজেলা বিএনপির সভাপতি হয়েছেন শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক হযরত আলী।

চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির সভাপতিত্বে উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম।

সম্মেলনে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে সন্ধ্যায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

সহকারী নির্বাহী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদারের অবসরোত্তর বিদায় সংবর্ধনা

চাঁদপুর সদর ও পৌর বিএনপির সম্মেলন

খালেদা জিয়া ছাড়া হাসিনা’সহ সকলে এরশাদকে বৈধতা দিয়েছিল: বুলু

Update Time : 11:27:47 pm, Saturday, 13 September 2025
বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু বলেছেন, বেগম খালেদা জিয়া ছাড়া শেখ হাসিনা ও জমায়াতসহ সকলে এরশাদকে বৈধতা দিয়েছিল। অনেক আগে থেকেই জামায়াতের সাথে শেখ হাসিনার আঁতাত ছিল। ওইসময় জামায়াত-আওয়ামী লীগ আতাঁত করে ১৭৩ দিন একসাথে খালেদা জিয়ার বিরুদ্ধে হরতাল পালন করেছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে চাঁদপুর সরকারি কলেজ মাঠে চাঁদপুর সদর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, শহীদদের সাথে বেঈমানি করেছেন বঙ্গবন্ধু। আর আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছি। সেই গণতন্ত্রের সাথে বেঈমানি করেছে শেখ মজিব। তার পরিণতি ১৫ আগস্ট মানুষ দেখেছে। সেটি মানুষ গণঅভ্যুত্থান হিসেবে মেনে নিয়েছে। এরপর জিয়াউর রহমান যেই আওয়ামী লীগকে পুনরুদ্ধার করেছে, শেখ হাসিনা সেখানে বিশ্বাসঘাতকতা করেছে।

বুলু নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, এমন কোন কর্ম আপনারা করবেন না। যেন আপনাদের সেই কর্মের কারণে মানুষ বিএনপিকে এবং আপনার নেতাকে গালি দেয়।

তিনি বলেন, আপনারা জানেন ১৯৯১ সালে বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হয়েছিলেন তখন তিনি  কিছু কাজ করেছিলেন যা জাতীর জন্য মাইলফলক। তিনি উপবৃত্তির ব্যবস্থা, বিনা মূল্যে বই দেয়া, বিনা বেতনে পড়াশোনার ব্যবস্থা করেছিলেন। বেগম খালেদা জিয়া নারী শিক্ষার জন্য পদক্ষেপ নিয়েছিলেন। তিনি সেদিন ব্যাটের পথা চালু করেছিলেন। তিনি যদি সেদিন ব্যাটের ব্যবস্থা না করতো তাহলে আজকে সরকার কর্মচারীদের বেতন দিতে পারতো না।

এদিকে সম্মেলনের মাধ্যমে পৌর বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন আকতার হোসেন মাঝি, সাধারণ সম্পাদক  এডভোকেট হারুন অর রশিদ ও সদর উপজেলা বিএনপির সভাপতি হয়েছেন শাহজালাল মিশন ও সাধারণ সম্পাদক হযরত আলী।

চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝির সভাপতিত্বে উদ্বোধকের বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।

বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক হাজী মোস্তাক মিয়া ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. সলিম উল্লাহ সেলিম।

সম্মেলনে জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সম্মেলন শেষে সন্ধ্যায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় শিল্পীরা।