হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিকৃত বিজ্ঞান, মানবিক, ব্যবসায় শিক্ষা ও বিএমটি শাখায় শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে সোমবার সকালে কলেজের হলরুমে এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।
সভাপতির বক্তব্যে তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, একজন শিক্ষার্থীর জীবনে সবচে গুরুত্বপূর্ণ সময়ে হচ্ছে এইচএসসি সময়কাল। এই সময়ের প্রতি যারা গুরুত্ব দেয়, পরিশ্রম করে, তারাই সফলকাম হয়। তোমরা এখানে পড়ালেখা করে ভালো মানুষ হও, পরিবার, সমাজ ও দেশের কাজে নিজেকে নিয়োজিত করো, এটাই কামনা।
তিনি বলেন, তোমাদের সফলতার পাশাপাশি দায়িত্বশীল হতে হবে। কারণ, সফলতা অর্জন করা শুধুমাত্র নিজের ও প্রতিষ্ঠানের জন্য নয়। তোমার ভবিষ্যত ও বাবা-মা, সমাজ তথা দেশের জন্য। পড়ালেখা করে তোমাদের ভালো মানুষ হতে হবে। যার যার ধর্মীয় মূল্যবোধ মেনে চলতে হবে। তাহলেই তোমরা সফল হবে।
এসময় আরো বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, বিএমটি শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, কলেজ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার, অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে শারমিন আক্তার প্রমুখ।
প্রভাষক কামরুল হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে অতিথি শাহাজাহান তালুকদার, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, মো. শাহাজাহান মুন্সীসহ অন্যান্য অতিথিবৃন্দ, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকরা উপস্থিত ছিলেন।