চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হককে মাঠে কাজ করার জন্য দলীয় সবুজ সংকেত, নেতা-কর্মীদের আনন্দ মিছিল
পুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লায়ন ইঞ্জিনিয়ার মমিনুল হককে ধানের শীষ প্রতিকে মনোনয়ন প্রদানে সবুজ সংকেত দেয়ায় হাজীগঞ্জ বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের আয়োজনে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় পূর্ব বাজার থেকে আনন্দ মিছিলটি শুরু হয়ে হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূর্ব বাজার গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
পৌর বিএনপির সাবেক আহবায়ক মো. মিজানুর রহমান সেলিমের উপস্থাপনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ রহিম পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভূট্রো।
তথ্যসূত্রে জানাযায়, হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে বিএনপির প্রধান সমন্বয়ক লায়ন ইঞ্জি. মমিনুল হককে বিএনপি স্থায়ী কমিটির সভা শেষে নিজ নির্বাচনীয় এলাকায় নির্বাচনী প্রচার-প্রচারণা চালিয়ে যাওয়ার ব্যাপারে সবুজ সংকেত দেয়া হয়। এতে নেতা-কর্মীরা উজ্জীবিত হয়ে আগামী এয়োদশ সংসদ নির্বাচনে তিনিই মনোনয়ন পাচ্ছেন বলে নিশ্চিত হয়ে এ আনন্দ মিছিল করে।
লায়ন ইঞ্জি. মমিনুল হক সাবেক ৪’বারের এমপি এম এ মতিনের হাত ধরে বিএনপির রাজনীতি শুরু করেন। ২০০১ সাল থেকে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন।
তিনি নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের দুঃশ্বাসন আমলে দীর্ঘ সময় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।
তিনি জাতীয় সংসদ নির্বাচনে নবম, দশম, এগারতম সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষ মার্কা নিয়ে নির্বাচন করেন।
সর্বশেষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দল নির্বাচন না করায় তিনিও নির্বাচনে অংশগ্রহণ করেননি।
দীর্ঘ সময় এ বর্ষিয়ান রাজনীতিবীদ নেতাকর্মীদের দূঃখ, দুর্দশা লাগবে, মামলা-হামলা হয়রানিতে হাজীগঞ্জ- শাহরাস্তি নেতা-কর্মীদের পাশে ছিলেন। আগামী এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনিই বিএনপির কাণ্ডারী বলে মনে করেন স্থানীয় বিএনপির সমর্থকরা।