চাঁদপুরের হাজীগঞ্জের সড়ক দুূঘর্টনায় জ্যোস্না বেগেম নামে ৬৫ বছরের এক বৃদ্ধ নারী নিহত হয়েছে। রবিবার সন্ধ্যায় চাঁদপুর থেকে হাজীগঞ্জে আসার পথে বলাখাল বকুলতলা রোড এলাকায় সিএনজি ও আইদি পরিবহনের মুখোমুখি সংঘর্ষে জ্যোস্না বেগম নামে ওই বৃদ্ধ নারী নিহত হয়।
নিহত জ্যোস্না বেগম হাজীগঞ্জ পৌরসভাধীন মকিমাবাদ গ্রামের হাজী বাড়ীর মমতাজউদ্দিনের স্ত্রী।
হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানাযায়, দুর্ঘটনায় গুরুতর আহত ওই নারীকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার জানান হাসপাতালে আনার পূর্বেই ওই নারীর মৃত্যু হয়েছে।পরে হাজীগঞ্জ থানায় খবর দেয়া হলে পুলিশ জ্যোস্না বেগমের মরদেহ সুরতহাল তৈরী করে।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক জানান, নিহত জ্যোস্না বেগমের স্বামী মমতাজউদ্দিন ময়নাতদন্ত না করার জন্য এডিম স্যারের কাছে আবেদন করেন। এডিএম স্যারের কাছে আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ ময়নাতদন্ত ছাড়াই মমতাজ উদ্দিন, তার ছেলে ও মেয়ের কাছে লাশ বুঝিয়ে দেয়া হয়।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আরো বলেন, এ বিষয়ে আইদি গাড়ীর নম্বর সংগ্রহ করা হয়েছে। হাজীগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।