চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার পালিশারা বাজারে দ্বিতল ভবনের মালিক ও প্রবাসী মোঃ ইয়াছিনের বিরুদ্ধে বাজার ব্যবসায়ীদের হয়রানি, জালিয়াতি ও মাতলামির অভিযোগে সংবাদ সম্মেলন করেছে পালিশারা বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা।
গত এক দশকেরও বেশি সময় ধরে পালিশারা বাজারের প্রায় ৩০ জন ব্যবসায়ীর ৫ লক্ষাধিক টাকা বাকী নিয়ে ফেরত দিচ্ছে না প্রতারক ইয়াসিন। পাওনা টাকা ফেরত না দিয়ে পাওনাদারকে অকথ্য ভাষায় গালিগালাজ ও মামলার হুমকী দিয়ে আসছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন পালিশারা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নুরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ হারুনুর রশিদ।
২২ সেপ্টেম্বর সোমবার পালিশারা মধ্য বাজার চৌরাস্তায় সংবাদ সম্মেলনে হাজীগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক এনায়েত মজুমদারের সঞ্চালনায় সভাপতিত্ব করেন সাবেক সভাপতি হাছান মাহমুদ। হাজীগঞ্জ প্রেসক্লাব সহসভাপতি মোঃ সাইফুল ইসলামের উপস্থিতিতে অভিযোগ তোলেন পালিশারা বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক মোঃ হোসেন পাটওয়ারী সহ অর্ধশতাধিক পাওনাদার ব্যবসায়ী।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, প্রতারক ইয়াছিন এক সপ্তাহ পূর্বে একটি সালিশী বৈঠকে পাওনা টাকা দিবে না বলে পাওনাদারকে ও মধ্যস্তকারীদের মামলার হুমকী দেয়। পরবর্তীতে হাজীগঞ্জ থানায় পালিশারা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি সহ কয়েকজনের বিরুদ্ধে ৫ লক্ষ টাকা চাঁদা দাবীর লিখিত অভিযোগ করে। যাহা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীণ ও হয়রানিমূলক। এই দিকে পালিশারা বাজার ব্যবসায়ীরাও বিষয়টিকে আমলে নিয়ে ইয়াসিনের বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় আরেকটি প্রতারণার অভিযোগ দায়ের করেছে। এই বিষয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে সঠিক তথ্য তুলে ধরে ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত সমাধানের ব্যবস্থার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, প্রতারক ইয়াসিন প্রবাস থেকে ২-৩ মাস পরপরই দেশে আসে। ওই সময় স্থাণীয় যুবকদের নিয়ে মাদকের সাথে জড়িত হয়। প্রায়ই মাতলামি করে ব্যবসায়ীদের হয়রানি করে।
সংবাদ সম্মেলনে হাজীগঞ্জ প্রেসক্লাব সাংগঠনিক সম্পাদক মোঃ মনজুর আলম পাটওয়ারী, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্লাহ্, প্রচার সম্পাদক হুমায়ূন কবির, কার্যকরি সদস্য কামরুজ্জামান টুটুল, খন্দকার আরিফ সহ অন্যান্য সদস্য ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
এর পূর্বে ইয়াছিন লাইভে পালিশারা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতিসহ কয়েকজনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তোলেন।