ঢাকা 11:54 pm, Tuesday, 14 October 2025

হার্টে ছিদ্র ৪ লক্ষ টাকা হলে বাঁচবে শিশু নুসাইবা ইসলাম মাহির জীবন

নুসাইবা ইসলাম মাহি

মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি, মানুষ পেতে পারে না? ও বন্ধু……

গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায় এর কথায় সুরারোপ করে এই কালজয়ী গানটি গেয়েছিলেন শিল্পী ভূপেন হাজারিকা। আজকের দিনে গানটি খুবই প্রাসঙ্গিক মানবতা হোক জীবনের মূল মন্ত্র। হ্যাঁ বন্ধুরা, আমরা এই গানটির সুরেই আজ ৫ বছর বয়সী শিশু নুসাইবা ইসলাম মাহির জীবনের গল্প বলবো ………

মাইনুদ্দিন ও ফারজানা আক্তার দম্পতি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাথৈর (পিয়ন বাড়ি) গ্ৰামের বাসিন্দা। তারা বিয়ের পিড়িতে বসেন ২০২০ সালের ১০ জানুয়ারি। সুখে-দুঃখে ভালোই কাটছিল মাইনুদ্দিন ও ফারজানার দ্যাম্পত্য জীবন। ইতিমধ্যে বছর ঘুরতেই এই দম্পতির কোল জুড়ে আসে প্রথম মেয়ে সন্তান। বড় স্বাদ করে মেয়ের নাম রাখেন নুসাইবা ইসলাম মাহি, ওর বর্তমান বয়স ৫ বছর এবং ২০২৪ সালের ডিসেম্বরে তাদের ছোট মেয়ে নাবিলা ইসলামের জন্ম, ছোট মেয়ের বয়স এখন মাত্র ১০ মাস।

এরমধ্যে বড় মেয়ে মাহির স্বাস্থ্য ভালো যাচ্ছিল না তাই মাহির বাবা তার চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় কোয়াক চিকিৎসক, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সর্বশেষ ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট শেরেবাংলা নগরে চিকিৎসার জন্য নিয়ে যান। সর্বশেষ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক শিশু মাহির জন্মগতভাবে হৃদয় রোগে আক্রান্ত বলে জানান। কিছুদিন চিকিৎসা চলতে থাকার এক পর্যায়ে আবারও পরীক্ষা-নিরীক্ষা শেষে বিশেষজ্ঞ চিকিৎসকগণ পরামর্শ দেন মাহির অপারেশন ছাড়া ওষুধ সেবনের মাধ্যমে আর সুস্থ হওয়ার কোন সম্ভাবনা নেই। চিকিৎসক আরও জানান, এই অপারেশন করতে অনেক অর্থের প্রয়োজন হবে যার পরিমাণ কমবেশি ৪ লক্ষ টাকা।

প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমানে শিশু মাহি অধ্যাপক ডাক্তার কামরুল হাসান মিলন, স্পেশালিস্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ও বিভাগীয় প্রধান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল শেরেবাংলা নগর ঢাকার অধীনে চিকিৎসাধীন রয়েছে।

ইতিমধ্যে শিশু মাহির বাবা তার চিকিৎসায় হাতে থাকা যত সামান্য এবং আত্মীয়-স্বজন ও পাড়াপড়শির নিকট থেকে ধারদেনা করে অনেক টাকা ব্যয় করে ফেলেছেন। মাহির বাবা মাইনুদ্দিন স্থানীয় সূচিপাড়া বাজারে একটি ট্রেইলারিং দোকানে পুরণে পোষাক তৈরির কাজ করেন আর মা বহু কষ্টে সংসার ও অসুস্থ শিশু সন্তানের যাবতীয় কাজ শেষ করে স্থানীয় কলেজে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করতে ভর্তি হন। মাহির বাবা মাইনুদ্দিন ট্রেলারিং দোকানে পুরণে কাজ করে দৈনিক যে‌ আয় করেন তা দিয়ে ৪ সদস্য বিশিষ্ট পরিবারের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। শিশু মাহির বাবার এমন কোন সহায় সম্বল নেই যা বিক্রি করে আদরের শিশু সন্তান মাহির চিকিৎসা করাতে পারেন।

এমতাবস্থায় বাবা-মা তাদের আদরের শিশু সন্তান মাহির চিকিৎসায় সমাজের, দেশে-বিদেশে থাকা দানবীর ও বিত্তশালীদের নিকট আর্থিক সহায়তার জন্য হাত বাড়িয়েছেন।

কেউ আর্থিকভাবে সহায়তা করতে চাইলে নীচের দেয়া নম্বরে বিকাশ ও নগদ অথবা সোনালী ব্যাংক হিসাব নম্বরে আর্থিক সহায়তা প্রেরণ করতে পারেন।

মাহির বাবার বিকাশ ও নগদ নম্বর : 01913827064. কেউ চাইলে এই নম্বরে তার বাবা-মা’য়ের সাথে কথাও বলতে পারেন।

ইচ্ছা করলে আর্থিক সহযোগিতা পাঠাতে পারেন – Sonali Bank PLC
Branch : Shahrasti Branch, Chandpur.
Account Number : (1517201015986)
Routing Number : (200131995)

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জে ১ লাখ ২০ হাজার শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা

হার্টে ছিদ্র ৪ লক্ষ টাকা হলে বাঁচবে শিশু নুসাইবা ইসলাম মাহির জীবন

Update Time : 11:36:08 pm, Saturday, 27 September 2025

মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে, একটু সহানুভূতি কি, মানুষ পেতে পারে না? ও বন্ধু……

গীতিকার শিবদাস বন্দ্যোপাধ্যায় এর কথায় সুরারোপ করে এই কালজয়ী গানটি গেয়েছিলেন শিল্পী ভূপেন হাজারিকা। আজকের দিনে গানটি খুবই প্রাসঙ্গিক মানবতা হোক জীবনের মূল মন্ত্র। হ্যাঁ বন্ধুরা, আমরা এই গানটির সুরেই আজ ৫ বছর বয়সী শিশু নুসাইবা ইসলাম মাহির জীবনের গল্প বলবো ………

মাইনুদ্দিন ও ফারজানা আক্তার দম্পতি চাঁদপুরের শাহরাস্তি উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পাথৈর (পিয়ন বাড়ি) গ্ৰামের বাসিন্দা। তারা বিয়ের পিড়িতে বসেন ২০২০ সালের ১০ জানুয়ারি। সুখে-দুঃখে ভালোই কাটছিল মাইনুদ্দিন ও ফারজানার দ্যাম্পত্য জীবন। ইতিমধ্যে বছর ঘুরতেই এই দম্পতির কোল জুড়ে আসে প্রথম মেয়ে সন্তান। বড় স্বাদ করে মেয়ের নাম রাখেন নুসাইবা ইসলাম মাহি, ওর বর্তমান বয়স ৫ বছর এবং ২০২৪ সালের ডিসেম্বরে তাদের ছোট মেয়ে নাবিলা ইসলামের জন্ম, ছোট মেয়ের বয়স এখন মাত্র ১০ মাস।

এরমধ্যে বড় মেয়ে মাহির স্বাস্থ্য ভালো যাচ্ছিল না তাই মাহির বাবা তার চিকিৎসার জন্য প্রথমে স্থানীয় কোয়াক চিকিৎসক, শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং সর্বশেষ ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট শেরেবাংলা নগরে চিকিৎসার জন্য নিয়ে যান। সর্বশেষ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের চিকিৎসক শিশু মাহির জন্মগতভাবে হৃদয় রোগে আক্রান্ত বলে জানান। কিছুদিন চিকিৎসা চলতে থাকার এক পর্যায়ে আবারও পরীক্ষা-নিরীক্ষা শেষে বিশেষজ্ঞ চিকিৎসকগণ পরামর্শ দেন মাহির অপারেশন ছাড়া ওষুধ সেবনের মাধ্যমে আর সুস্থ হওয়ার কোন সম্ভাবনা নেই। চিকিৎসক আরও জানান, এই অপারেশন করতে অনেক অর্থের প্রয়োজন হবে যার পরিমাণ কমবেশি ৪ লক্ষ টাকা।

প্রসঙ্গত উল্লেখ্য যে, বর্তমানে শিশু মাহি অধ্যাপক ডাক্তার কামরুল হাসান মিলন, স্পেশালিস্ট কার্ডিয়াক সার্জন অধ্যাপক ও বিভাগীয় প্রধান জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল শেরেবাংলা নগর ঢাকার অধীনে চিকিৎসাধীন রয়েছে।

ইতিমধ্যে শিশু মাহির বাবা তার চিকিৎসায় হাতে থাকা যত সামান্য এবং আত্মীয়-স্বজন ও পাড়াপড়শির নিকট থেকে ধারদেনা করে অনেক টাকা ব্যয় করে ফেলেছেন। মাহির বাবা মাইনুদ্দিন স্থানীয় সূচিপাড়া বাজারে একটি ট্রেইলারিং দোকানে পুরণে পোষাক তৈরির কাজ করেন আর মা বহু কষ্টে সংসার ও অসুস্থ শিশু সন্তানের যাবতীয় কাজ শেষ করে স্থানীয় কলেজে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করতে ভর্তি হন। মাহির বাবা মাইনুদ্দিন ট্রেলারিং দোকানে পুরণে কাজ করে দৈনিক যে‌ আয় করেন তা দিয়ে ৪ সদস্য বিশিষ্ট পরিবারের খরচ মেটাতে হিমশিম খেতে হচ্ছে তাকে। শিশু মাহির বাবার এমন কোন সহায় সম্বল নেই যা বিক্রি করে আদরের শিশু সন্তান মাহির চিকিৎসা করাতে পারেন।

এমতাবস্থায় বাবা-মা তাদের আদরের শিশু সন্তান মাহির চিকিৎসায় সমাজের, দেশে-বিদেশে থাকা দানবীর ও বিত্তশালীদের নিকট আর্থিক সহায়তার জন্য হাত বাড়িয়েছেন।

কেউ আর্থিকভাবে সহায়তা করতে চাইলে নীচের দেয়া নম্বরে বিকাশ ও নগদ অথবা সোনালী ব্যাংক হিসাব নম্বরে আর্থিক সহায়তা প্রেরণ করতে পারেন।

মাহির বাবার বিকাশ ও নগদ নম্বর : 01913827064. কেউ চাইলে এই নম্বরে তার বাবা-মা’য়ের সাথে কথাও বলতে পারেন।

ইচ্ছা করলে আর্থিক সহযোগিতা পাঠাতে পারেন – Sonali Bank PLC
Branch : Shahrasti Branch, Chandpur.
Account Number : (1517201015986)
Routing Number : (200131995)