চাঁদপুরের হাজীগঞ্জে মাদ্রাসা শিক্ষকদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শিক্ষকদের মানোন্নয়নে সোমবার (২৯ সেপ্টেম্বর) হাজেরা আলী দাখিল মাদ্রাসায় উপজেলার দক্ষিণাঞ্চলের ৫টি মাদ্রাসার শিক্ষকদের অংশগ্রহণে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এরমধ্যে হাজেরা আলী দাখিল মাদ্রাসা, ডাটরা-শিবপুর আজিজিয়া দাখিল মাদ্রাসা, পালিশারা দারুল উলুম ইসলামিয়া দাখিল মাদ্রাসা, দেশগাঁও দারুস সুন্নাহ্ দাখিল মাদ্রাসা ও আলী আহম্মদ ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকরা প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তব্যে জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহ বলেন, শিক্ষর্থীদের স্বপ্ন দেখাতে হবে। সে স্বপ্ন বাস্তবায়নে তাদেরকে অনুপ্রেরণা ও উৎসাহ দিতে হবে। ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতা শিক্ষা প্রদানের পাশাপাশি তাদের দেশ ও জাতীর প্রতি দায়িত্ববোধে কথা স্মরণ করে দিতে হবে। আর এসব কাজ করতে হলে আপনাদের দায়িত্বশীল হতে হবে।
হাজেরা আলী দাখিল মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব আবুল কাশেম মজুমদারের সভাপতিত্বে প্রশিক্ষণে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোহাম্মদ আজিজুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম ও জেলা মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ মোহাম্মদ ছগীর হোসাইন।
এসময় অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশনের অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভুঁইয়া। বক্তব্য রাখেন, সুপারিন্টেন্ডেন্ট (সুপার) মোহাম্মদ মোস্তফা কামাল, মো. শফিকুর রহমান, মো. আল ফারুক, মো. নাছির উদ্দিন ও মো. আব্দুল হাই জোবাইর প্রমুখ। শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, সুমাইয়া আক্তার।