আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার-২০২৫ এর জন্য মনোনয়ন পেয়েছেন রাজশাহীর কিশোরী মুনাজিয়া স্নিগ্ধা মুন। যৌন হয়রানি ও নির্যাতনের ঝুঁকিতে থাকা শিশু, বিশেষ করে মেয়েদের অধিকার রক্ষায় সাহসিকতার সঙ্গে কাজ করার স্বীকৃতি হিসেবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে।
১৭ বছর বয়সী মুনাজিয়া নিজের অভিজ্ঞতা থেকে অনুপ্রাণিত হয়ে গড়ে তুলেছেন ‘সার্ভাইভার্স পাথ’ নামের একটি সংগঠন, যা শিশুদের নিরাপত্তা, আত্মরক্ষা ও অধিকার নিয়ে কাজ করছে। সংগঠনটি সচেতনতামূলক কার্যক্রম, আত্মরক্ষার প্রশিক্ষণ এবং নির্যাতনের শিকার শিশুদের আইনি ও মানসিক সহায়তা দিয়ে আসছে।
রাজশাহীর বিভিন্ন স্কুলে অভিযোগ বাক্স বসানো থেকে শুরু করে গ্রামীণ এলাকায় শিশুদের সচেতন করতে নানা উদ্যোগ নিয়েছেন মুনাজিয়া। ডিজিটাল প্ল্যাটফর্মে সচেতনতা ছড়ানো ছাড়াও তিনি প্রায় ১০ হাজার শিক্ষার্থীকে সরাসরি কর্মশালার মাধ্যমে প্রশিক্ষণ দিয়েছেন।
মুনাজিয়া বলেন, “সার্ভাইভার্স পাথ শুধু একটি সংগঠন নয়, এটি একটি আন্দোলন। আমি চাই, কেউ যেন ভয় পেয়ে চুপ না থাকে।”
নেদারল্যান্ডস-ভিত্তিক সংগঠন কিডস রাইটস প্রতিবছর এই ‘শিশু শান্তি’পুরস্কার দিয়ে থাকে। ১২ থেকে ১৮ বছর বয়সী তরুণদের মধ্যে শিশু অধিকার রক্ষায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই পুরস্কার দেওয়া হয়। একজন নোবেল বিজয়ী পুরস্কারটি বিজয়ীর হাতে তুলে দিয়ে থাকেন। এ কারণে একে ‘শিশুদের নোবেল’ নামেও ডাকা হয়।