ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ডিগ্রি কলেজে গভর্নিং বডি গঠন করা হয়েছে। সম্প্রতি গঠিত ১৫ সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি হলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব (অব.) মো. জামাল হোসেন মজুমদার। বিষয়টি নিশ্চিত করেছেন, কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও গভর্নিং বডির সদস্য সচিব মোহাম্মদ মুয্যাম্মেল হুসাইন।
এক প্রতিক্রিয়ায় নব-গঠিত গভর্নিং বডির সভাপতি বলেন, আমি কলেজ উন্নয়নের জন্য কাজ করে যাবো। যাতে করে শিক্ষার মানোন্নয়ন হয়। পাশাপাশি গরীব ও মেধাবী শিক্ষার্থীরা যেন অর্থ অভাবে ঝড়ে না পরে। এজন্য তিনি গভর্নিং বডির সকল সদস্য, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থী’সহ দাতা পরিবারের সকলের সহযোগিতা কামনা করেন।
কমিটির অন্য সদস্যরা হলেন, দাতা সদস্য আলহাজ্ব মো. আব্দুল মান্নান, হিতৈষী সদস্য এমএ বাশার, প্রতিষ্ঠাতা সদস্য মো. মঞ্জুর হোসেন মজুমদার, বিদ্যোৎসাহী সদস্য এসএম আক্তার হোসেন, মোস্তফা মজুমদার সুমন,মো. এমরান হোসেন ও মো. মিজানুর রহমান সজিব।
অভিভাবক সদস্য মো. কামরুল হাসান,মো. মিজানুর রহমান,মো. আব্দুল হান্নান মুন্সী এবং শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ মাকছুদুর রহমান, বিলকিস আরা বেগম ও মো. আনিছুর রহমান। এদিকে নবগঠিত কমিটির সদস্যরা সভাপতির নেতৃত্বে শিক্ষার মানোন্নয়নে কাজ করার লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।