হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজে ইংরেজী ভাষা ক্লাবের (ইএলসি) সমাপনি অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর) আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগীতা বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন, অধ্যক্ষ মো. আবু ছাইদ।
প্রতিষ্ঠানের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষকদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মো. হোসাঈনুল আজম, সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, মহিউদ্দিন মো. নাজমুস শাহাদাত, রিতা নাগ, রনজিৎ কুমার দাস, আবদুল্লাহ-হিস সাঈফ ও আজাদুর রহমান প্রমুখ।
শিক্ষার্থী তাহসিন ও সানিয়ার যৌথ উপস্থাপনায় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য ও বিভিন্ন বিষয়ে উপস্থাপন করেন, আহসান ইবনে ছাইদ, জাবীন ইসলাম সাবাহ, নিহা, ঈশিতা দেবনাথ, শহিমা, প্রভাতী দাস বৃষ্টি, আদিবা সানিয়াত, তাজিন, রুপম, মাহবুবা তাবাসসুম, খাদিজা আক্তার নিশি, ফাহিম মুনতাসীর, আয়শা মনির যুথি।
মোহাম্মদ হাবীব উল্যাহ্: 























