ঢাকা 1:38 am, Wednesday, 3 December 2025

নারী শিষ্যের সঙ্গে অনৈতিক সম্পর্ক, সখীপুরে বন্ধ হল ওরশ

হানিফ বাউল

টাঙ্গাইলের সখীপুরে নারী শিষ্যের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে স্থানীয় বাউল এম এ হানিফ সরকারের বাৎসরিক ওরশ বন্ধ করে দিয়েছে পুলিশ।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে সখীপুর থানা পুলিশ অভিযোগের বিষয়টি নিশ্চিত করে। এর আগে রোববার (৩০ নভেম্বর) ভুক্তভোগী এক নারী থানায় লিখিত অভিযোগ দেন।

ভুক্তভোগী নারী জানান, প্রায় ১০ বছর আগে হানিফ বাউলের সঙ্গে পরিচয় হয় তার। পরে তিনি তার মুরিদ হন। অভিযোগকারীর দাবি, মুরিদ হওয়ার পর থেকেই কথিত বাউল তাকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিতে শুরু করেন।

তিনি আরও জানান, হানিফ বাউল তাকে বলতেন— ‘আমি তোমার জগৎস্বামী। আমার কথা না শুনলে ইহকাল-পরকাল কোনোটাই পাবে না।’ ভয় দেখিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগ তার।

ওই নারী বলেন, “আমার স্বামী বাড়ির বাইরে থাকলে ওই বাউল রাতে বাড়িতে থেকে সকালে চলে যেতেন। বিষয়টি স্বামী জানতে পারলে সংসার ভেঙে যায়। পরে আরেক জায়গায় বিয়ে হলেও সেখানেও একইভাবে সম্পর্ক চলতে থাকে। বিষয়টি জানার পর দ্বিতীয় স্বামীও তাকে ছেড়ে চলে যান।”

তিনি আরও বলেন, “তার কারণে আমার দুটি সংসার নষ্ট হয়েছে। প্রথম ঘরের সন্তানটির মুখও আর দেখতে পারি না। আমি হানিফ বাউলের বিচার চাই।”

এদিকে অভিযুক্ত হানিফ বাউলকে ফোন করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোন কেটে দেন। পুনরায় চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, “হানিফ বাউলের ওই মেলায় অনৈতিক কার্যকলাপ হয় এমন অভিযোগ ছিল। সেই সাথে গাজীপুরের বাসন থানার এক নারীও ওই বাউলের বিষয়ে অভিযোগ দিয়েছে। ঘটনাস্থল বাসন থানার আওতায় হওয়ায় অভিযোগটি সেখানে স্থানান্তর করা হয়েছে। তাছাড়া ওই মেলার বিষয়ে তারা প্রশাসনের অনুমতিও নেয়নি। তাই মেলাটি বন্ধ করে দেয়া হয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

শাড়ি পেলেন এক হাজার নারী, ফরিদগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

নারী শিষ্যের সঙ্গে অনৈতিক সম্পর্ক, সখীপুরে বন্ধ হল ওরশ

Update Time : 09:08:47 pm, Monday, 1 December 2025

টাঙ্গাইলের সখীপুরে নারী শিষ্যের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে স্থানীয় বাউল এম এ হানিফ সরকারের বাৎসরিক ওরশ বন্ধ করে দিয়েছে পুলিশ।

সোমবার (১ ডিসেম্বর) বিকেলে সখীপুর থানা পুলিশ অভিযোগের বিষয়টি নিশ্চিত করে। এর আগে রোববার (৩০ নভেম্বর) ভুক্তভোগী এক নারী থানায় লিখিত অভিযোগ দেন।

ভুক্তভোগী নারী জানান, প্রায় ১০ বছর আগে হানিফ বাউলের সঙ্গে পরিচয় হয় তার। পরে তিনি তার মুরিদ হন। অভিযোগকারীর দাবি, মুরিদ হওয়ার পর থেকেই কথিত বাউল তাকে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দিতে শুরু করেন।

তিনি আরও জানান, হানিফ বাউল তাকে বলতেন— ‘আমি তোমার জগৎস্বামী। আমার কথা না শুনলে ইহকাল-পরকাল কোনোটাই পাবে না।’ ভয় দেখিয়ে দীর্ঘদিন শারীরিক সম্পর্ক করেন বলে অভিযোগ তার।

ওই নারী বলেন, “আমার স্বামী বাড়ির বাইরে থাকলে ওই বাউল রাতে বাড়িতে থেকে সকালে চলে যেতেন। বিষয়টি স্বামী জানতে পারলে সংসার ভেঙে যায়। পরে আরেক জায়গায় বিয়ে হলেও সেখানেও একইভাবে সম্পর্ক চলতে থাকে। বিষয়টি জানার পর দ্বিতীয় স্বামীও তাকে ছেড়ে চলে যান।”

তিনি আরও বলেন, “তার কারণে আমার দুটি সংসার নষ্ট হয়েছে। প্রথম ঘরের সন্তানটির মুখও আর দেখতে পারি না। আমি হানিফ বাউলের বিচার চাই।”

এদিকে অভিযুক্ত হানিফ বাউলকে ফোন করা হলে সাংবাদিক পরিচয় পেয়ে তিনি ফোন কেটে দেন। পুনরায় চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বলেন, “হানিফ বাউলের ওই মেলায় অনৈতিক কার্যকলাপ হয় এমন অভিযোগ ছিল। সেই সাথে গাজীপুরের বাসন থানার এক নারীও ওই বাউলের বিষয়ে অভিযোগ দিয়েছে। ঘটনাস্থল বাসন থানার আওতায় হওয়ায় অভিযোগটি সেখানে স্থানান্তর করা হয়েছে। তাছাড়া ওই মেলার বিষয়ে তারা প্রশাসনের অনুমতিও নেয়নি। তাই মেলাটি বন্ধ করে দেয়া হয়েছে।”