নিয়োগবিধি দ্রুত বাস্তবায়নের দাবিতে চাঁদপুরের হাজীগঞ্জে ১০ দিনের কর্মবিরতি শুরু করেছেন, পরিবার পরিকল্পনা কর্মীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার (২ ডিসেম্বর) উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচী পালনের মধ্য দিয়ে এ কর্মবিরতি শুরু করেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবারকল্যাণ পরিদর্শিকা ও পরিবারকল্যাণ সহকারীরা।
এর আগে গতকাল সোমবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনের মাধ্যমে ১০ দিনের কর্মবিরতি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলনে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ বর্জনসহ ২ ডিসেম্বর (মঙ্গলবার) থেকে আগামি ১১ ডিসেম্বর পর্যন্ত কর্মবিরতির ঘোষণা করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবারকল্যাণ পরিদর্শিকা ও পরিবারকল্যাণ সহকারীরা।
হাজীগঞ্জে কর্মবিরতি পালনকালে বক্তব্য রাখেন, পরিবার পরিকল্পনা পরিদর্শক সংগঠনের জেলা সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, হাজীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক ইসমাইল পাটওয়ারী, পরিবারকল্যাণ পরিদর্শিকা সংগঠনের উপজেলা সভাপতি লুৎফুরনেছা মিলন ও পরিবারকল্যাণ সহকারী সংগঠনের উপজেলা সভাপতি সাথি ধাম।
বক্তারা বলেন, ‘আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিবার পরিকল্পনা সেবা, শতভাগ দম্পতি নিবন্ধন এবং পরিবার কল্যাণ কেন্দ্র’সহ নিয়মিত বাড়ি বাড়ি গিয়ে মা ও স্বাস্থ্যসেবা, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্যসেবা, পুষ্টিসেবা, টিকাদান কর্মসূচিসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সেবা দিচ্ছি। অথচ চাকরি রাজস্ব খাতে থাকলেও আমাদের পদন্নোতি নেই।’
তারা বলেন, আমাদের চাকরি রাজস্ব খাতভুক্ত, কিন্তু নিয়োগবিধি নেই এবং পরিবারকল্যাণ পরিদর্শিকার বিদ্যমান নিয়োগবিধি সংশোধন হয়নি। সে জন্য গত ২৬ বছর ধরে আমরা বেতন গ্রেড উন্নীতকরণ, পদোন্নতিসহ চাকরিগত অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত।
নিয়োগবিধি-২০২৪ অতি দ্রুত বাস্তবায়ন চাই উল্লেখ করে তারা বলেন, ইতিপূর্বে কর্তৃপক্ষের নিকট চাকরির শুরু থেকে এ পর্যন্ত লিখিত আবেদন, মানববন্ধন, সাংবাদিক সম্মেলন, শান্তিপূর্ণ অবস্থানসহ নানান কর্মসূচি পালন করে আসছি, তাও নিয়োগবিধি বাস্তবায়ন হয়নি। তাই, অতি দ্রুত আমরা প্রস্তাবিত নিয়োগবিধির বাস্তবায়ন চাই।
Reporter Name 


















