রাজধানীর দারুসসালাম এলাকার হিউম্যান এইড রিসার্চ ল্যাব অ্যান্ড হসপিটালে সপ্তাহে তিনদিন মাত্র ২০ টাকায় মিলবে চিকিৎসকের পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ। প্রতি রবিবার গাইনি বিশেষজ্ঞ, সোমবার মেডিসিন বিশেষজ্ঞ এবং বুধবার শিশু বিশেষজ্ঞ চিকিৎসকরা দেবেন নামমাত্র মূল্যের এই চিকিৎসা সেবা।
সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের সহযোগিতায় গরিব রোগীদের জন্য এই সেবা চালু করেছে হিউম্যান এইড ফাউন্ডেশন।
বুধবার (৩ ডিসেম্বর) দারুসসালাম এলাকার হিউম্যান এইড রিসার্চ ল্যাব এন্ড হসপিটালে দারুস সালাম ও মিরপুর আশপাশের এলাকার নিম্নআয়ের মানুষদের চিকিৎসা সেবা দানের মাধ্যমে এই সেবার উদ্বোধন করা হয়।
উদ্যোক্তারা জানিয়েছেন, এখন থেকে প্রতি রবিবার গাইনি বিশেষজ্ঞ, সোমবার মেডিসিন বিশেষজ্ঞ এবং বুধবার শিশু বিশেষজ্ঞ চিকিৎসক রোগী দেখবেন। শিশুদের জন্য পোলিও, পেন্টা, পিসিভি, আইপিভি ও বিসিজি টিকা, কিশোরীদের জন্য টিটি (TT) টিকা এবং সকল বয়সের মানুষের জন্য টাইফয়েড টিকাও মিলবে এখানে। এছাড়া প্রতি শনিবার জরায়ুমুখ ক্যানসার প্রতিরোধের এইচপিভি টিকা এবং প্রতিদিন পরিবার–পরিকল্পনা সেবা প্রদান করা হবে।
হিউম্যান এইড বাংলাদেশ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মইনুল ইসলাম খোকনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (ঢাকা অঞ্চল) আবুল কালাম আজাদ, সাবরিনা মেমোরিয়াল ফাউন্ডেশনের কান্ট্রি ম্যানেজার একরাম আহমেদ ও সেক্রেটারি শামসুল আলম, ছায়াতল বাংলাদেশের প্রতিষ্ঠাতা সোহেল রানা প্রমুখ।
বাংলাভিশনের গুগল নিউজ ফলো করতে ক্লিক করুন
এ সময় বক্তারা প্রকল্পের প্রধান দাতা এস.এম.এফ ক্লিনিককে বিশেষভাবে ধন্যবাদ জানানিয়ে বলেন, তাদের আর্থিক সহায়তা ছাড়া এ ধরনের বৃহৎ সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হতো না। আয়োজকেরা আশা প্রকাশ করেছেন যে, এস.এম.এফ ক্লিনিকের সহযোগিতায় এ সেবা আগামী দিনে আরও বিস্তৃত হবে এবং মিরপুর–দারুস সালাম এলাকার মানুষের স্বাস্থ্যগত সংকট কিছুটা হলেও কমবে।
Reporter Name 













