ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে হাজীগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মিছিল করেছে জায়ামাতে ইসলামীর নেতাকর্মীরা। উপজেলা ও পৌর জামায়াতে আয়োজনে রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে হাজীগঞ্জ বাজারে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এদিন হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ জামায়াতে ইসলামীর কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর হাজীগঞ্জ প্লাজার সামনে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেফতারের আহবান জানান বক্তারা।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মো. কলিম উল্যাহ্ ভুঁইয়া, নায়েবে আমীর মোজাম্মেল হোসেন মজুমদার পরান ও পৌর জামায়াতের আমীর মাও. আবুল হাসানাত পাটওয়ারী প্রমুখ।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বড়কুল পূর্ব ইউনিয়নের সাবেক শ্রেষ্ঠ ইউপি চেয়ারম্যান মাও. আবু জাফর সিদ্দিকী, জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর মাও. শরিফ হোসাইন, সেক্রেটারী মো. জয়নাল আবেদীন, পৗর জামায়াতের নায়েবে আমীর মাও. মো. কবির হোসাইন, সেক্রেটারী মো. সফিকুর রহমান মজুমদার’সহ উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন জামায়াত ইসলামী ও ছাত্র শিবিরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিনিধি ॥ 




















