চাঁদপুরের হাজীগঞ্জে মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ উপজেলা প্রসাশন। ১৬ ডিসেম্বর সকাল ১০ টায় হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে এ সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাবেক নৌ কমান্ড সৈয়দ আহম্মদ মজুমদার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনোয়ার উল্যাহ পাটোয়ারী, হাজীগঞ্জ থানার ( ওসি) মুহাম্মদ আবদুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা এবিএম নয়ন, আনোয়ার হোসেন বতু, মফিজল ইসলাম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম প্রমূখ।
অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করা হয় । তার পরে মুক্তি যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন ও কমিশনার( ভুমি) তানজিনা জাহান। এসময় মুক্তিযুদ্ধা ও তার পরিবারের সদস্যদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।
Reporter Name 



















