ঢাকা ০৭:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

নেশার টাকা না পেয়ে স্ত্রীর গোপনাঙ্গে বাঁশ ঢুকিয়ে হত্যা, চাঞ্চল্যকর মামলার প্রধান আসামী গ্রেফতার

  • Reporter Name
  • Update Time : ০৯:৫৩:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ১১৬ Time View

মোঃ দুলাল

গত ৭ জানুয়ারি সকাল ১১টার সময় কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন পূর্ণমতি গ্রামের লিজা আক্তার (২৮) নামে এক গৃহবধু খুন হয়। উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ দুলাল (৩৮) পেশায় একজন রাজমিস্ত্রী। সে নিয়মিত মাদক সেবন করে। ধৃত আসামী বিভিন্ন সময় ভিকটিম লিজা আক্তার ও তার বাবার বাসা হতে জোর পূর্বক নেশার টাকা সংগ্রহ করতো এবং নেশার টাকা দিতে না পারলে ভিকটিমের ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। ঘটনার দিন আসামী মোঃ দুলাল ভিকটিম লিজা আক্তার এর নিকট থেকে মাদক ক্রয়ের টাকা না পেলে উভয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। উক্ত বিরোধের জের ধরে ধৃত আসামী তার সন্তানদের সামনে ভিকটিমকে ঘাড় ও তলপেটের বিভিন্ন স্থানে শারীরিকভাবে নির্যাতন করে। নির্যাতনের একপর্যায়ে আসামী ভিকটিমের গোপনাঙ্গে বাঁশ দিয়ে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে ভিকটিমের আত্মীয় স্বজন ও স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন আবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কুমিল্লা জেলার বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-০৭, তারিখ-০৮/০১/২০২৬ইং। উক্ত ঘটনার আসামীকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র‍্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও ছায়াতদন্ত শুরু করে।

গোয়েন্দা নজরদারী ও ছায়াতদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত ঘটনার প্রধান আসামী মোঃ দুলাল (৩৮) এর অবস্থান চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন বউ বাজার এলাকায় শনাক্ত করা হয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ১৩/০১/২০২৬ইং তারিখ রাত ২২:১০ ঘটিকার সময় র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ও র‌্যাব-৭, সিপিসি-৩, চান্দগাঁও এর যৌথ অভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন বউ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত প্রধান আসামী মোঃ দুলাল (৩৮), পিতা-আব্দুল বারেক, সাং-পূর্ণমতি, (পশ্চিম পাড়া, আবতুর বাড়ি), থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকান্ড সংঘঠনের কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ মাওলানা গাজী ইউসুফ ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কচুয়ার কাদলা এসএস ফাযিল মাদ্রাসা নির্বাচিত

নেশার টাকা না পেয়ে স্ত্রীর গোপনাঙ্গে বাঁশ ঢুকিয়ে হত্যা, চাঞ্চল্যকর মামলার প্রধান আসামী গ্রেফতার

Update Time : ০৯:৫৩:০১ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

গত ৭ জানুয়ারি সকাল ১১টার সময় কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন পূর্ণমতি গ্রামের লিজা আক্তার (২৮) নামে এক গৃহবধু খুন হয়। উক্ত ঘটনা বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হলে স্থানীয়ভাবে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত আসামী মোঃ দুলাল (৩৮) পেশায় একজন রাজমিস্ত্রী। সে নিয়মিত মাদক সেবন করে। ধৃত আসামী বিভিন্ন সময় ভিকটিম লিজা আক্তার ও তার বাবার বাসা হতে জোর পূর্বক নেশার টাকা সংগ্রহ করতো এবং নেশার টাকা দিতে না পারলে ভিকটিমের ওপর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতো। ঘটনার দিন আসামী মোঃ দুলাল ভিকটিম লিজা আক্তার এর নিকট থেকে মাদক ক্রয়ের টাকা না পেলে উভয়ের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। উক্ত বিরোধের জের ধরে ধৃত আসামী তার সন্তানদের সামনে ভিকটিমকে ঘাড় ও তলপেটের বিভিন্ন স্থানে শারীরিকভাবে নির্যাতন করে। নির্যাতনের একপর্যায়ে আসামী ভিকটিমের গোপনাঙ্গে বাঁশ দিয়ে গুরুতর জখম করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে ভিকটিমের আত্মীয় স্বজন ও স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন আবস্থায় ভিকটিম মৃত্যুবরণ করে। উক্ত ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে কুমিল্লা জেলার বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন, যার মামলা নং-০৭, তারিখ-০৮/০১/২০২৬ইং। উক্ত ঘটনার আসামীকে দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় নিয়ে আসতে র‍্যাব গোয়েন্দা নজরদারী বৃদ্ধি ও ছায়াতদন্ত শুরু করে।

গোয়েন্দা নজরদারী ও ছায়াতদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে উক্ত ঘটনার প্রধান আসামী মোঃ দুলাল (৩৮) এর অবস্থান চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন বউ বাজার এলাকায় শনাক্ত করা হয়। পরবর্তীতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ১৩/০১/২০২৬ইং তারিখ রাত ২২:১০ ঘটিকার সময় র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লা ও র‌্যাব-৭, সিপিসি-৩, চান্দগাঁও এর যৌথ অভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানাধীন বউ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত হত্যাকান্ডের সাথে জড়িত প্রধান আসামী মোঃ দুলাল (৩৮), পিতা-আব্দুল বারেক, সাং-পূর্ণমতি, (পশ্চিম পাড়া, আবতুর বাড়ি), থানা-বুড়িচং, জেলা-কুমিল্লা’কে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী উক্ত হত্যাকান্ড সংঘঠনের কথা স্বীকার করে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।