ঢাকা ০৭:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে হাজীগঞ্জের শাহজালালের মৃ ত্যু

  • Reporter Name
  • Update Time : ১০:১৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬
  • ৯২ Time View

চাঁদপুর শহরের ওয়ারলেছ এলাকায় পিকআপ ভ্যান-সিএনজি চালিত অটোরিকশায় মুখোমুখি সংঘর্ষে মো. শাহজালাল (২৪) নামে যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। হতাহতরা সকলে অটোরিকশার যাত্রী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিনগত রাত ১১টার দিকে ওয়ারলেছ মোড় তরপুরচন্ডি স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।

নিহত যুবক শাহজালাল জেলার হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের মোল্লা বাড়ির মৃত শাহ আলমের ছেলে। আহত যাত্রী মো. মমিন (১৯) একই এলাকার কুদ্দুসের ছেলে। অপর আহত যাত্রীর নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, রাতে অটোরিকশা করে নিহত শাহজালালসহ যাত্রীরা শহর থেকে বাবুরহাটের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে আসলে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা উল্টেগিয়ে যাত্রীরা গুরুতর আহত হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, স্থানীয়দের সহযোগিতায় আহত তিন যাত্রীকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে মমিন হাসপাতালে চিকিৎসাধীন। শাহজালালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে দাউদকান্দি এলাকায় মারা যায়। অপর আহত ব্যাক্তিকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়।

থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, নিহত যুুবকের সদর হাসপাতালে এনে রাখা হয়েছে। তার সুরতহাল তৈরী হয়েছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রানা সাহা বলেন, নিহত শাহজালালের ইন্ট্রানাল ইন্জুরির কারণে ঢাকায় রেফার করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, দুর্ঘটনায় কবলিত পিকআপ ভ্যান ও অটোরিকশা পুলিশ লাইন্সে জব্দ রয়েছে। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে নিহত ব্যাক্তির মরদেহ হস্তান্তর করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ মাওলানা গাজী ইউসুফ ও শ্রেষ্ঠ প্রতিষ্ঠান কচুয়ার কাদলা এসএস ফাযিল মাদ্রাসা নির্বাচিত

চাঁদপুরে পিকআপ ভ্যান-অটোরিকশা সংঘর্ষে হাজীগঞ্জের শাহজালালের মৃ ত্যু

Update Time : ১০:১৩:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬

চাঁদপুর শহরের ওয়ারলেছ এলাকায় পিকআপ ভ্যান-সিএনজি চালিত অটোরিকশায় মুখোমুখি সংঘর্ষে মো. শাহজালাল (২৪) নামে যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছে আরো দুইজন। হতাহতরা সকলে অটোরিকশার যাত্রী।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিনগত রাত ১১টার দিকে ওয়ারলেছ মোড় তরপুরচন্ডি স্কুলের সামনে এই দুর্ঘটনা ঘটে।

বুধবার (১৪ জানুয়ারি) সকালে এসব তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ।

নিহত যুবক শাহজালাল জেলার হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের মোল্লা বাড়ির মৃত শাহ আলমের ছেলে। আহত যাত্রী মো. মমিন (১৯) একই এলাকার কুদ্দুসের ছেলে। অপর আহত যাত্রীর নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

স্থানীয় লোকজন ও পুলিশ জানায়, রাতে অটোরিকশা করে নিহত শাহজালালসহ যাত্রীরা শহর থেকে বাবুরহাটের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে আসলে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যান মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা উল্টেগিয়ে যাত্রীরা গুরুতর আহত হয়।

সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে জানানো হয়, স্থানীয়দের সহযোগিতায় আহত তিন যাত্রীকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে মমিন হাসপাতালে চিকিৎসাধীন। শাহজালালকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে দাউদকান্দি এলাকায় মারা যায়। অপর আহত ব্যাক্তিকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়।

থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান বলেন, নিহত যুুবকের সদর হাসপাতালে এনে রাখা হয়েছে। তার সুরতহাল তৈরী হয়েছে।

সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রানা সাহা বলেন, নিহত শাহজালালের ইন্ট্রানাল ইন্জুরির কারণে ঢাকায় রেফার করা হয়।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, দুর্ঘটনায় কবলিত পিকআপ ভ্যান ও অটোরিকশা পুলিশ লাইন্সে জব্দ রয়েছে। ঘটনায় জড়িত কেউ আটক হয়নি। আইনি ব্যবস্থা গ্রহণ শেষে নিহত ব্যাক্তির মরদেহ হস্তান্তর করা হবে।