নিজস্ব প্রতিনিধি :
শিশুদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সৃজনশীলতা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলার লক্ষ্যে হাজীগঞ্জ মৈত্রী শিশু উদ্যানে শুরু হয়েছে সপ্তাহব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা। আজ শুক্রবার, ১৭ জানুয়ারি ২০২৬ সকাল থেকে আনুষ্ঠানিকভাবে এই প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়।
মৈত্রী শিশু উদ্যান প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকবৃন্দের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। পুরো প্রাঙ্গণজুড়ে ছিল শিশুদের আনন্দ, উচ্ছ্বাস ও প্রাণচাঞ্চল্য।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের চেয়ারম্যান রোটারিয়ান আহসান হাবীব অরুণ অনিবার্য কারণে অনুপস্থিত থাকলেও তার পক্ষ থেকে আয়োজকদের সফলতার শুভেচ্ছা জানানো হয়। ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন হাজীগঞ্জ মৈত্রী শিশু উদ্যানের অর্থ ও প্রশাসক এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলা শাখার সভাপতি রোটারিয়ান রুহিদাস বণিক।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালনা ও প্রশাসন বিভাগের সদস্য কাজী নুরুল আলম, অধ্যক্ষ দেলোয়ার হোসেন এবং উপাধ্যক্ষ শম্ভু সাহা। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবক প্রতিনিধি ও বিপুল সংখ্যক শিক্ষার্থী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে রোটারিয়ান রুহিদাস বণিক বলেন, “শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিশুদের সুস্থ মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আজকের শিশুরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই তাদের শারীরিক সক্ষমতা ও নৈতিক মূল্যবোধ গঠনে এ ধরনের আয়োজন অপরিহার্য।” তিনি মৈত্রী শিশু উদ্যানে শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অধ্যক্ষ দেলোয়ার হোসেন তার বক্তব্যে বলেন, “শুধু বইয়ের পাঠ্য জ্ঞান নয়, খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিশুদের আত্মবিশ্বাস, নেতৃত্ব ও সহমর্মিতা তৈরি হয়। এই ক্রীড়া প্রতিযোগিতা শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য ও বন্ধন আরও দৃঢ় করবে।”
আয়োজক সূত্রে জানা যায়, সপ্তাহব্যাপী এই ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানকে দুটি ভাগে বিভক্ত করা হয়েছে। একটি আউটডোর এবং অন্যটি ইনডোর ইভেন্ট। আউটডোর খেলাধুলার মধ্যে রয়েছে দৌড় প্রতিযোগিতা, ব্যাঙ লাফ, মোরগ লড়াই (খেলাধুলার ধরন হিসেবে), বল নিক্ষেপ, লং জাম্পসহ বিভিন্ন বয়সভিত্তিক ক্রীড়া ইভেন্ট। অপরদিকে ইনডোর ইভেন্টে রাখা হয়েছে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি, গান, নৃত্য এবং কুইজ প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে এবং তাদের জন্য আলাদা আলাদা গ্রুপ নির্ধারণ করা হয়েছে, যাতে সকল শিক্ষার্থী সমান সুযোগ পায়। আয়োজক কমিটি জানায়, প্রতিযোগিতার শেষ দিনে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
অভিভাবকরা এ ধরনের আয়োজনে সন্তোষ প্রকাশ করে বলেন, শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় উৎসাহিত করা অত্যন্ত জরুরি। এতে তাদের মানসিক চাপ কমে এবং পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পায়।
সার্বিকভাবে, হাজীগঞ্জ মৈত্রী শিশু উদ্যানে আয়োজিত এই সপ্তাহব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা শিশুদের আনন্দ, প্রতিভা ও সুপ্ত সম্ভাবনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
Reporter Name 


















