চাঁদপুরের হাজীগঞ্জে একটি মাদরাসার ছবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ন্যানো বিজ্ঞানী প্রফেসর ড. জামাল উদ্দিন।
শনিবার দুপুরে মেনাপুর বাজার পীর বাদশা মিয়া নূরানীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানায় শিক্ষার্থীদের ছবক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিনি।
যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের কপিন ষ্টেট ইউনিভার্সিটির ন্যানো প্রযুক্তি গবেষনা কেন্দ্রের পরিচালক ও যুক্তরাষ্ট্রর বিখ্যাত বিজ্ঞানী প্রফেসর ড. জামাল উদ্দিন হাজীগঞ্জের প্রত্যন্ত গ্রাম রাজারগাঁওয়ের মেনাপুরের কৃতি সন্তান।
ডা. মো. দেলোয়ার হোসেন দুলু মিজির সভাপতিত্বে অনুষ্ঠিত ছবক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ন্যানো বিজ্ঞানী প্রফেসর ড. জামাল উদ্দিনের সহোদর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. এম জসিম উদ্দিন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. পিয়ার আহম্মেদ।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, পীর বাদশা মিয়া নূরানীয়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব মোঃ ইকবাল হাসান (রুবেল), মাহবুবুর রহমান প্রধানিয়া, রাজারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুর রহমান, বলাখাল মকবুল আহমেদ ডিগ্রী কলেজের সাবেক (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ চৌধুরী, মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, ইউপি সদস্য মোঃ ইমাম হোসেন।
অনুষ্ঠানের সাবর্বিক ব্যবস্থপনায় ছিলেন মাদরসার পরিচালক মুফতি শাহাদাত হোসাইন।
অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক আক্তার হোসেন।
ছবক প্রদান ও মোনাজাত পরিচালনা করেন, রাজারগাঁও ফাজিল মাদরাসারর মুহাদ্দিস ও রাজারগাঁও কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা আব্দুল কুদ্দস।
ছবকগ্রহণ অনুষ্ঠানে মাদরসার সকল শিক্ষার্থী, শিক্ষক অভিভাবক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
Reporter Name 


















