বিশেষ প্রতিনিধি॥
মোবাইল ডিভাইস ব্যবহার করে পেশাগত দক্ষতা বৃদ্ধিসহ বহুমুখী প্লাটফর্মের জন্য প্রতিবেদন তৈরীতে পারদর্শী করার উদ্দেশ্যে চাঁদপুর জেলার সাংবাদিকদের জন্য দুই দিনব্যাপী মোবাইল সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
শনিবার (১০ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে প্রশিক্ষণ শেষে সমাপনী অনুষ্ঠানে টেলিভিশন, অনলাইন ও পত্রিকায় জেলা সদরে কর্মরত অংশগ্রহনকারী প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেয়া হয়।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান। তিনি বলেন, আপনারা হচ্ছেন সমাজের তৃতীয় নয়ন। সাংবাদিকদেরকে আমি ডিএনএ বলে থাকি এবং তারা হচ্ছেন রাষ্ট্রের বার্তা বাহক। আমরা যখন চতুর্থ শিল্প বিপ্লবের দিকে যাচ্ছি, এই সময়টাতে প্রযুক্তিগত দক্ষতা ছাড়া কেউ ভাল করতে পারবে না, পিছিয়ে পড়বে।
সভাপতিত্ব করেন পিআইবি মহাপরিচালক জাফর ওয়াজেদ।
তিনি বক্তব্যে বলেন, আমাদেরকে তথ্য আইন ব্যবহার করতে হবে। অনুসন্ধানী সাংবাদিকতা করতে হলে তথ্য আইন মানতে হবে। উপজেলা পর্যায়ে অনেক সময় সরকারি দপ্তরগুরো তথ্য দিতে চায় না। তারা মনে করে তথ্য দিলে সমস্যায় পড়বেন। তথ্য কমিশনে বেশিরভাগ ভূমি ও স্বাস্থসেবা সংক্রান্ত আবেদন বেশী পড়ে। এ ক্ষেত্রে সাংবাদিকদের মধ্যে অলসতা দেখা যায়।
তিনি আরো বলেন, যারা টেলিভিশন এবং অনলাইনে কাজ করেন তাদের জন্য মোবাইল সাংবাদিকতা খুবই প্রয়োজন। কারণ এখন তাৎক্ষনিক সংবাদ পাঠানোর প্রতিযোগিতা। সময় নিয়ে দেরী করে সংবাদ পাঠানোর দিন আর নেই। কারণ এখন কোন তথ্য গোপন থাকে না। কোন না কোন মাধ্যমে প্রকাশ হয়ে যায়।
বক্তব্য রাখেন পিআইবি’র উপপরিচালক (প্রশাসন) মো. জাকির হোসেন, প্রেসক্লাব সভাপতি গিয়াস উদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক রিয়াদ ফেরদৌস।
অংশগ্রহনকারীদের মধ্য থেকে প্রশিক্ষণের মূল্যায়ন বিষয়ে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী শাহাদাত, বিএম হান্নান, ইকবাল হোসেন পাটওয়ারী ও সাবেক সাধারণ সম্পাদক রহিম বাদশা।
মোবাইল সাংবাদিকতা বিষয়ে দুই দিন প্রশিক্ষণ প্রদান করেন ইউল্যাব মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের সহকারী অধ্যাপক ড. জামিল খান। প্রশিক্ষণে ৩৫ জন সাংবাদিক অংশ গ্রহন করেন।