মার্কিন সিনেটর মাসুদুর রহমানকে বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধনা

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : রবিবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৩

মোহাম্মদ হাবীব উল্যাহ্:
বেলচোঁ উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের (আমেরিকা) কানেকটিকাট অঙ্গরাজ্যের সিনেটর, চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার কৃতি সন্তান মো. মাসুদুর রহমানকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোববার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে বিদ্যালয়ের হলরুমে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মো. আহসান হাবিবের সভাপতিত্ব সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংবর্ধিত অতিথি মো. মাসুদুর রহমান, বড়কুল পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান মজিবুর রহমাস, সংবর্ধিত অতিথির বড় ভাই ও বেলচোঁ কারিমাবাদ ফাজিল মাদরাসার সহ-সভাপতি লোকমান হোসেন দুলাল।
অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্য ও শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. দুলাল মিয়াজী, প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মো. শরীফুল্লাহ, সহকারী প্রধান শিক্ষক মো. জাকির হোসেন প্রমুখ।
সহকারী শিক্ষক জান্নাতুল বাকির উপস্থাপনায় অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য মো. নুরুন্নবী, অহিদুল ইসলাম মোহন, শহীদুল্লাহ আলফু, জয়দেব পাল, সিনিয়র শিক্ষক মানিক চন্দ্র শীল, সাবেক ছাত্রনেতা জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মাসুম হাসান ফয়সাল, রোটা. নাঈমুল হাসান রুবেল, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইয়াছিন পাটওয়ারী রাজনসহ অন্যান্য অতিথিবৃন্দ, শিক্ষক, স্থানীয় ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এদিকে একই দিন বেলা তিনটায় বেলচোঁ কারিমাবাদ ফাজিল (ডিগ্রি) মাদরাসা পরিদর্শন করে শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন মার্কিন সিনেটর মো. মাসুদুর রহমান। তিনি হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের বাসিন্দা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭