“পরিসংখ্যান ব্যস্থার উন্নয়ণ, স্মার্ট বাংলাদেশ গঠণ” এ প্রতিপাদ্যে হাজীগঞ্জে জাতীয় পরিসংখ্যান দিবসের র্যালি অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় উপজেলা চত্ত্বর র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলাম।
২০১৩ সালের এ দিনে জাতীয় সংসদে পরিসংখ্যান আইন পাস করা হয়। এর ভিত্তিতে পরিসংখ্যান ব্যবস্থাপনা উন্নয়নে আমূল পরিবর্তন আসে। ২০২০ সালে ২৭ ফেব্রুয়ারিকে পরিসংখ্যান দিবস হিসেবে পালনের ঘোষণা দেওয়া হয়। পরিসংখ্যানের গুরুত্ব বিচেনায় ১৯৭৪ সালের ২৬ আগস্ট বিভিন্ন মন্ত্রণালয়ের অধীন চারটি পরিসংখ্যান সংস্থাকে এক করে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) প্রতিষ্ঠা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
পরিসংখ্যান দিবসের র্যালিতে অন্যান্যের উপস্থিত ছিলেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. মেহেদি হাছান মানিক, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ওবায়েদুর রহমান প্রমূখ।