মোঃ হাবিবুর রহমান ভূঁইয়াঃ
শাহরাস্তিতে পঞ্চম উপজেলা স্কাউট সমাবেশের উদ্বোধন। স্কাউটিং করি, সুন্দর জীবন ঘড়ি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সূচিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ১লা মার্চ বুধবার বিকেলে সুচিপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে ৫ দিনব্যাপী পঞ্চম উপজেলা স্কাউট সমাবেশ জাতীয় সংগীতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানে পতাকা উত্তোলণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি মোঃ আমজাদ হোসেন, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে টেলিকনফারেন্সে যুক্ত ছিলেন চাঁদপুর-৫ (শাহারাস্তি-হাজীগঞ্জ) গণমানুষের নেতা মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার সাবেক সফল স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মোঃ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ মোহাম্মদ আমজাদ হোসেন, গার্ল গাইড স্কাউট চাঁদপুর জেলা শাখার সহকারী কমিশনার জান্নাতুল ফেরদাউস ও শেখ মুজিবুর রহমানের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে টেলিকম পারেন্সে বক্তব্য রাখেন অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ও উক্ত বিদ্যালয় এর পরিচালনা পর্ষদের সভাপতি মোছাম্মদ খোদেজা আক্তার খানম, উপজেলা পরিষদের চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী শেফালী, পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মোস্তফা কামাল মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেড. এম আনোয়ার হোসেন, কুমিল্লা অঞ্চলের এল টি, ডি, আরসি, আলম আরা শাফি, চাঁদপুর জেলা স্কাউটের কমিশনার মোঃ শামসুল আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী মোঃ রুহুল আমিন, সুচিপাড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ হুমায়ুন কবির ভূঁইয়া লিটন, ডিগ্রী কলেজের অধ্যাপক ও বিশিষ্ট সাংবাদিক আবুল কালাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ লুৎফুর রহমান ভূঁইয়া, শাহরাস্তি উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ মোবারক হোসেন খান, একাডেমিক সুপারভাইজার মাসুদ রানা তালুকদার, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুল্লাহ, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন, কমিশনার মোহাম্মদ রুহুল কুদ্দুস, উপজিলা স্কাউট এর সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আহমেদ মোল্লা, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, জানা গেছে এ ৩৪টি মাধ্যমিক বিদ্যালয় এবং ২টি মাদ্রাসাসহ মোট ৩৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করেছে।