মোহাম্মদ হাবীব উল্যাহ্
হাজীগঞ্জ ডিগ্রি কলেজে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে। মঙ্গলবার সকালে অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদের নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অপর্ন করে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক ও শিক্ষার্থীরা।
এরপর কলেজের ছাত্র-শিক্ষক মিলনাতয়নে অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে ৭ মার্চের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে অধ্যক্ষ মো. মাসুদ আহাম্মদ বলেন, ৭ মার্চের ভাষণ বিশ্বের সর্বশ্রেষ্ঠ ভাষণ। এর গুরুত্ব বহুমাত্রিক। পাকিস্তানের অত্যাচারের বিষয়টি বঙ্গবন্ধু তার ভাষণের মাধ্যমে বিশ্ববাসীর কাছে তুলে ধরেন।
শিক্ষক পরিষদের সম্পাদক মোহাম্মদ মাকছুদুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, মো. আনোয়ার উল্ল্যা, গভর্নিং বডির সদস্য অধ্যাপক স্বপন কুমার পাল, সহকারী অধ্যাপক মো. সেলিম, প্রদীপ কুমার দাস, প্রভাষক সুমন মিয়া ও উজ্জ্বল হোসেন প্রমুখ। বক্তব্য শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, সহকারী অধ্যাপক আনম মফিজুর রহমান। এ সময় সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।