হাজীগঞ্জে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক। রোববার (১২ মার্চ) দুপুরে তিনি উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের মোল্লাডহর গ্রামের কৃষি মাঠে এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
জানা গেছে, দীর্ঘদিন ধরে সরকারি খালের পাশে কৃষি জমির পাড় বেঁধে অবৈধ ড্রেজার দিয়ে মাটি উত্তোলন করার অভিযোগে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক। এ সময় তিনি জমির মালিক মো. মিজানুর রহমানকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন।
এ সময় অবৈধ ড্রেজারের পাইপগুলো ধ্বংস এবং জমির মালিকসহ সংশ্লিষ্ট্রদের সর্তক করা হয়। অভিযানে হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্দুল্লাহ, উপজেলা সহকারী কমিশনার কার্যালয়ের নাজির মোহাম্মদ ইব্রাহিম খলিলসহ আইন-শৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।