• শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২:১৩ অপরাহ্ন
শিরোনাম:
কোটা আন্দোলনকে পুঁজি করে যারা ধ্বংসযজ্ঞ চালিয়েছে, তাদের প্রতিহতের আহ্বান প্রধানমন্ত্রীর সহিংসতার ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের দায়িত্ব নেবেন প্রধানমন্ত্রী : ওবায়দুল কাদের বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ গ্রেপ্তার ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপে ছবি-ফাইল আদান-প্রদান নাশকতাকারী যেই হোক, ছাড় দেওয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা ঢাকাসহ বিভিন্ন জেলায় এ পর্যন্ত ১৯৭ জনের মৃত্যু আজ রাতেই সারাদেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু : পলক চট্টগ্রামে বাসে আগুন দিতে লেগুনা চালকের সাথে শ্রমিক লীগ নেতার চুক্তি হাজীগঞ্জে দুইটি গাড়ি পুড়িয়েছে দুর্বৃত্তরা : মৃত্যুশয্যায় হেলপার

প্রবীণ আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা হাসমত উল্যাহ হাসু’র ৫ম মৃত্যু বার্ষিকী

ত্রিনদী অনলাইন
ত্রিনদী অনলাইন
আপডেটঃ : সোমবার, ১৩ মার্চ, ২০২৩

প্রবীণ আওয়ামী লীগ নেতা, বীর মুক্তিযোদ্ধা হাসমত উল্যাহ হাসু’র ৫ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মরহুমের পরিবারের পক্ষ থেকে মরহুমের বাড়ীতে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। প্রবীণ আওয়ামী লীগ নেতা হাসমত উল্যাহ হাসু ২০১৭ সালের এই দিনে ঢাকা দক্ষিণখান কেসি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

হাসমত উল্যাহ হাসুর বাবা মরহুম এস এম তরিক উল্যাহ ছিলেন বৃহত্তর বড়কুল ইউনিয়নের প্রেসিডেন্ট।

হাসমত উল্যাহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত বাঙ্গালীর মুক্তি সনদ ঐতিহাসিক ৬ দফা আন্দোলনে ১৯৬৬ ইং সনে ঐতিহ্যবাহী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্র লীগের কর্মী হিসেবে অংশগ্রহণ মাধ্যমে রাজনীতিতে জড়িয়ে পড়েন। প্রকৃত পক্ষে ১৯৬৪ সালে ছাত্র রাজনীতির কর্মকান্ড শুরু।

১৯৬৭-১৯৬৮ সালে বৃহত্তর কুমিল্লা জেলা ছাত্র লীগের সহ সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

১৯৬৯ সালে মহান ছাত্র গনঅভ্যুত্থানে ছাত্র সংগ্রাম পরিষদের প্রদত্ত ঐতিহাসিক ১১ দফা আন্দোলনে নিজ থানা সহ জেলার বিভিন্ন  প্রত্যঞ্চলের ছাত্র লীগের হয়ে নেতৃত্ব প্রদান এবং ঐ বৎসরে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে ছাত্র লীগের পরিসমাপ্তি হয়।

১৯৭০ সালে সাধারণ নির্বাচনে স্বীয় নির্বাচনী এলাকায় তৎকালীন পাকিস্তান জাতীয় সংসদ প্রাদেশিক পরিষদে আওয়ামী লীগের প্রার্থী মরহুম ওয়ালী উল্যাহ নওজোয়ান ও সাবেক সাংসদ ডাঃ আঃ ছাত্তার এর পক্ষ হয়ে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের পক্ষে নির্বাচনে অংশগ্রহণ করেন।

১৯৭১ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযোদ্ধে সরাসরি অংশগ্রহন করেন।

১৯৭৫- ১৯৭৯ থানা আওয়ামী যুবলীগের সদস্য ছিলেন।

১৯৭৯ সালে থানা আওয়ামী লীগের কৃষি সম্পাদকের দায়িত্ব পালন করেন।

১৯৮৯ ইং সালে হাজীগঞ্জ থানার আওয়ামী লীগের প্রচার সম্পাদক হন ও একই সাথে ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করেন।
১৯৯২ সালে হাজীগঞ্জ থানা আওয়ামী লীগের  প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

১৯৯৪ ইং মাঝামাঝি  থেকে ১৯৯৬ ইং সনের ১২ জুনের নির্বাচনের পূর্ব মূহুর্ত  তৎকালীন সরকারের বিরুদ্ধে সরকার পতনের লক্ষে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন।

দীর্ঘ ১০ বৎসর যাবৎ হাজীগঞ্জ ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সন্মানিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ মানবাধিকার কমিশন হাজীগঞ্জ উপজেলা শাখা সদস্য ছিলেন। ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা ছিলেন।
২০১৭ সালে মৃত্যুর আগ পর্যন্ত চাঁদপুর জেলা আওয়ামী লীগের সদস্য ও হাজীগঞ্জ উপজেলা আওয়ামী সন্মানিত সদস্য, ও উপজেলা কৃষক লীগের আহবায়ক ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো নিউজ

ফেসবুক

আর্কাইভ

সোম মঙ্গল বু বৃহ শুক্র শনি রবি
১০১১১৩
১৫১৬১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭
৩০৩১