হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাই স্কুল এন্ড কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শুক্রবার (১৭ মার্চ) মিলাদ, দোয়া ও আলোচনা, চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আ.স.ম মাহবুব-উল আলম লিপন। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দ্যেশ্যে বঙ্গবন্ধুর স্মৃতিচারণ করে অনুপ্রেরণা ও উৎসাহমূলক বক্তব্য রাখেন।
অধ্যক্ষ মো. আবু ছাইদের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর হাজী কবির হোসেন কাজী, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আহসান উল্যাহ মৃধা, সহকারী প্রধান শিক্ষক মো. হোসাইনুল আজম, কলেজ শাখার সমন্বয়কারী মো. তাজুল ইসলাম, বিএম শাখার সমন্বয়কারী মো. মোস্তাফিজুর রহমান, ভোকেশনাল শাখার সমন্বয়কারী মো. জহিরুল ইসলাম মজুমদার প্রমুখ।
অতিথিবৃন্দের বক্তব্য শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি আ.স.ম মাহবুব-উল আলম লিপন। এরপর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহিদের মাগফেরাত, দেশ ও জাতীর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করেন, সিনিয়র শিক্ষক মহিউদ্দিন মো. নাজমুস শাহাদাত।
প্রভাষক কামরুল হাসানের উপস্থাপনায় অনুষ্ঠানে সিনিয়র শিক্ষক শ্যামল কৃষ্ণ সাহা, মো. মিজানুর রহমানসহ অন্যন্য অতিথিবৃন্দ, সংবাদকর্মী, সকল শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।