মো. হাবিবুর রহমান ভূঁইয়াঃ
শাহরাস্তি উপজেলার উয়ারুক বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন-২০২৩ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
রোববার (২১ মার্চ) এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি নির্বাচিত হন মোঃ নজরুল ইসলাম মজুমদার, সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ আবু ইউছুফ, সহ-সভাপতি মোঃ শাহ আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজিকুল ইবাদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ মাহবুব আলম ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, কোষাধক্ষ্য মোঃ ইসমাইল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ আহম্মেদ কবির, দপ্তর সম্পাদক মোঃ আবু ইউসুফ পাটোয়ারী।
নির্বাচনে প্রিসাইডিংয়ের দায়িত্ব পালন করেছেন উপজেলা সহকারী প্রোগ্রামার মো. শাহজাহান সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টামটা দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম ভূঁইয়া মানিক ও টামটা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফারুক হোসেন দর্জি।