চাঁদপুর শহরের বঙ্গবন্ধু সড়কের মা ও শিশু হাসপাতালের বিপরীত এলাকায় সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নীচে কাটা পড়ে অজ্ঞাতনামা (৫০) বয়সী নারীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুর পৌনে ১টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাগরিকা এক্সপ্রেস ট্রেনটি চাঁদপুরে প্রবেশের সময় চাঁদপুর-লাকসাম রেলপথের কিলো (১৭৭) ৮/৯ মাঝমাঝি স্থানে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা মরিয়ম বেগম, রকিবুল হাসান ও আলী হোসেন জানান, অজ্ঞাতনামা ওই নারী বেশ কিছুদিন ঘটনাস্থল এলাকায় ঘুরাপেরা করতে দেখাগেছে। রেললাইনের পাশেই থাকত। অনেকই মানসিক রোগী মনে করেছেন তাকে। ট্রেনে কাটা পড়লে রেলওয়ে পুলিশকে জানানো হয়। পুলিশ এসে ঘটনাস্থল থেকে খন্ড বিখন্ড মরহে উদ্ধার করে।
চাঁদপুর রেলওয়ে (জিআরপি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ উল্লাহ বাহার জানান, সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। ওই নারী বয়স আনুমানিক ৫০ হবে। এখন পর্যন্ত পরিচয় পাওয়া যায়নি। প্রযুক্তির মাধ্যমে পরিচয় শনাক্ত করার জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুর কার্যালয়ে জানানো হয়েছে। এই ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
Reporter Name 



















