ঢাকা ১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

সাংবাদিক শওকত আলীর ২ ভাই পবিত্র হজ্ব পালনে সৌদি গমণ

  • Reporter Name
  • Update Time : ১০:৩৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩
  • ৫৩ Time View

প্রতিনিধির পাঠানো ছবি।

বিশেষ প্রতিনিধি॥
চাঁদপুর প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক,দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার চাঁদপুর প্রতিনিধি ও চাঁদপুর.টিভির সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মুহাম্মদ শওকত আলীর দুই সহোদর লিয়াকত আলী ও জিন্নত আলী এ বছর পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। তাই তারা সকলের নিকট সু-স্বাস্থ্য কামনা করে দোয়া চেয়েছেন।

এ দুই সহোদর সরকারী কর্মকর্তা কুমিল্লা ও সিলেটে কর্মরত রয়েছে। তারা ২জন মো: লিয়াকত আলী মজুমদার ও মো:জিন্নত আলী মজুমদার (টুটুল),তাদের মধ্যে লিয়াকত আলী,বাংলাদেশ রেলওযের লাকসাম ও কুমিল্লার দায়িত্বে কর্মরত উধর্বতন উপসহকারী প্রকৌশলী (এস.এস.এ/ই পথ), অপর জন হচ্ছেন,মো: জিন্নত আলী তিনি রয়েছেন, বাংলাদেশ পুলিশের সিলেটে দায়িত্বরত রয়েছেন।

এ ২জন সহোদর আগামী ৩ জুন ও ১৩ জুন কুমিল্লা ও সিলেট থেকে ঢাকা হয়ে ঐদিন সন্ধ্যায় পবিত্র হজ পালনে সৌদি আরবের উর্দ্দেশে বাংলাদেশ বিমানে সৌদির উর্দেশে যাত্রা করবেন।
এ উপলক্ষে তারা যেন সুন্দর ও সুষ্টভাবে হজ পালন করতে পারে সে জন্য চাঁদপুরে তাদের জন্য,তাদের প্রয়াত পিতা,মাতা,ভাই,বোন,আত্বীয় স্বজন ও পৃথিবীর সকল ধর্মপ্রান মুসলমানদের জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

এ সময় মিলাদ মাহফিলে উপস্থিত থেকে দোয়ায় অংশ গ্রহন করেন,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্øাহ্্,যুগ্ন সাধারন সম্পাদক মুহাম্মদ শওকত আলী,সাবেক সেটেল্টম্যান্ট কর্মকর্তা মো: সামছুল হক মামছু শেখ,ব্যবসায়ী মো: বাদশা ঢালী,মো: আশ্রাফ আলী হিরা,ওমর আলী বুলবুল,মুক্তার খান মুক্তার,চাঁদপুর সরকারী কলেজের সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি মো: হোসেন আলী মিন্টু, প্রান পরিবেশক মো: হাসান আলী সেন্টু, শিক্ষক সরোয়ার সাজ্জাত শিপন,ছাত্র নেতা মাহমুদুল আরিফিন স্বপ্ন,ইমারত ঠিকাদার মো: শুক্কুর মুন্সী,রেলওয়ে স্টাফ মো: হানিফ গাজী,ইসমাইল গাজী,মাহমুদুর রহমান লাবিব,মো: লামিম. মো: খলিলুর রহমান গাজী,মো: আবদুল্লাহ্ ও ইউছুল আলী সাবিত প্রমুখ।

এ উপলক্ষে পবিত্র কুরআন পাঠের মধ্যদিয়ে শুক্রবার বাদ জুম্মা শহরের পীর বাদশা মিয়া রোডস্থ মমিন পাড়ায় তাদের নিজস্ব ভবনে অসংখ্য ধর্মপ্রান মুসলমান আত্বীয়-স্বজনের উপস্থিতির মধ্যদিয়ে এদিন দোয়ার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মিলাদ মাহফিলে কোরআন থেকে তেলোয়াত করেন,প্রফেসর পাড়া মুন্সি বাড়ী মসজিদের ইমাম মো: হারুন অর রশিদ,খান বাড়ি সমজিদের মোয়াজ্জেম মাহমুদুল হাসান। মুনাজাত পরিচালনা করেন খান বাড়ি মসজিদের ইমাম হয়রত মাও: মো: তাজুল ইসলাম। এ মিলাদ মাহফিলের দোয়ায় মুনাজাতরত অবস্থায় ইমাম সাহেব,আয়োজন কারীদের পিতা,মাতা,ভাই,বোন,আত্বীয় স্বজন ও পৃথিবীর সকল মৃত ধর্মপ্রান মুসলমানদের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ্পাকের দরবারে ক্ষমা চান,হজ পালনকারী ২সহোদর লিয়াকত আলী ও জিন্নত আলী যেন সুন্দর, সুষ্টভাবে হজ পালন করতে পারে সে জন্য মহান আল্লাহ্র পাকের কাছে ২হাত তুলে দোয়া চাওয়া হয়। তাদের জন্য মহান আলাহ্ পাক যেন হজ পালন করতে সহজ করে দেন সে জন্য বিশেষ ভাবে দোয়া ও তাদের জীবনের সকল অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করা হয়। এ ছাড়া দেশ ও জাতির কল্যান কামনা করে উপস্থিত সকলের জন্য ক্ষমা সুখ-শান্তি খোদা কাছে প্রার্থনা করে কারাগারে আটক সকল আলেম ও ওলামাদের মুক্তি দাবি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

কচুয়ায় ফসলি মাঠের সরকারি খাল দখল করায় বিপাকে কৃষকরা

সাংবাদিক শওকত আলীর ২ ভাই পবিত্র হজ্ব পালনে সৌদি গমণ

Update Time : ১০:৩৯:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩ জুন ২০২৩

বিশেষ প্রতিনিধি॥
চাঁদপুর প্রেস ক্লাবের যুগ্ন সাধারন সম্পাদক,দৈনিক আলোকিত বাংলাদেশ পত্রিকার চাঁদপুর প্রতিনিধি ও চাঁদপুর.টিভির সম্পাদক ও প্রকাশক সাংবাদিক মুহাম্মদ শওকত আলীর দুই সহোদর লিয়াকত আলী ও জিন্নত আলী এ বছর পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। তাই তারা সকলের নিকট সু-স্বাস্থ্য কামনা করে দোয়া চেয়েছেন।

এ দুই সহোদর সরকারী কর্মকর্তা কুমিল্লা ও সিলেটে কর্মরত রয়েছে। তারা ২জন মো: লিয়াকত আলী মজুমদার ও মো:জিন্নত আলী মজুমদার (টুটুল),তাদের মধ্যে লিয়াকত আলী,বাংলাদেশ রেলওযের লাকসাম ও কুমিল্লার দায়িত্বে কর্মরত উধর্বতন উপসহকারী প্রকৌশলী (এস.এস.এ/ই পথ), অপর জন হচ্ছেন,মো: জিন্নত আলী তিনি রয়েছেন, বাংলাদেশ পুলিশের সিলেটে দায়িত্বরত রয়েছেন।

এ ২জন সহোদর আগামী ৩ জুন ও ১৩ জুন কুমিল্লা ও সিলেট থেকে ঢাকা হয়ে ঐদিন সন্ধ্যায় পবিত্র হজ পালনে সৌদি আরবের উর্দ্দেশে বাংলাদেশ বিমানে সৌদির উর্দেশে যাত্রা করবেন।
এ উপলক্ষে তারা যেন সুন্দর ও সুষ্টভাবে হজ পালন করতে পারে সে জন্য চাঁদপুরে তাদের জন্য,তাদের প্রয়াত পিতা,মাতা,ভাই,বোন,আত্বীয় স্বজন ও পৃথিবীর সকল ধর্মপ্রান মুসলমানদের জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

এ সময় মিলাদ মাহফিলে উপস্থিত থেকে দোয়ায় অংশ গ্রহন করেন,চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্øাহ্্,যুগ্ন সাধারন সম্পাদক মুহাম্মদ শওকত আলী,সাবেক সেটেল্টম্যান্ট কর্মকর্তা মো: সামছুল হক মামছু শেখ,ব্যবসায়ী মো: বাদশা ঢালী,মো: আশ্রাফ আলী হিরা,ওমর আলী বুলবুল,মুক্তার খান মুক্তার,চাঁদপুর সরকারী কলেজের সাবেক ছাত্রলীগের সহ-সভাপতি মো: হোসেন আলী মিন্টু, প্রান পরিবেশক মো: হাসান আলী সেন্টু, শিক্ষক সরোয়ার সাজ্জাত শিপন,ছাত্র নেতা মাহমুদুল আরিফিন স্বপ্ন,ইমারত ঠিকাদার মো: শুক্কুর মুন্সী,রেলওয়ে স্টাফ মো: হানিফ গাজী,ইসমাইল গাজী,মাহমুদুর রহমান লাবিব,মো: লামিম. মো: খলিলুর রহমান গাজী,মো: আবদুল্লাহ্ ও ইউছুল আলী সাবিত প্রমুখ।

এ উপলক্ষে পবিত্র কুরআন পাঠের মধ্যদিয়ে শুক্রবার বাদ জুম্মা শহরের পীর বাদশা মিয়া রোডস্থ মমিন পাড়ায় তাদের নিজস্ব ভবনে অসংখ্য ধর্মপ্রান মুসলমান আত্বীয়-স্বজনের উপস্থিতির মধ্যদিয়ে এদিন দোয়ার অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মিলাদ মাহফিলে কোরআন থেকে তেলোয়াত করেন,প্রফেসর পাড়া মুন্সি বাড়ী মসজিদের ইমাম মো: হারুন অর রশিদ,খান বাড়ি সমজিদের মোয়াজ্জেম মাহমুদুল হাসান। মুনাজাত পরিচালনা করেন খান বাড়ি মসজিদের ইমাম হয়রত মাও: মো: তাজুল ইসলাম। এ মিলাদ মাহফিলের দোয়ায় মুনাজাতরত অবস্থায় ইমাম সাহেব,আয়োজন কারীদের পিতা,মাতা,ভাই,বোন,আত্বীয় স্বজন ও পৃথিবীর সকল মৃত ধর্মপ্রান মুসলমানদের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ্পাকের দরবারে ক্ষমা চান,হজ পালনকারী ২সহোদর লিয়াকত আলী ও জিন্নত আলী যেন সুন্দর, সুষ্টভাবে হজ পালন করতে পারে সে জন্য মহান আল্লাহ্র পাকের কাছে ২হাত তুলে দোয়া চাওয়া হয়। তাদের জন্য মহান আলাহ্ পাক যেন হজ পালন করতে সহজ করে দেন সে জন্য বিশেষ ভাবে দোয়া ও তাদের জীবনের সকল অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করা হয়। এ ছাড়া দেশ ও জাতির কল্যান কামনা করে উপস্থিত সকলের জন্য ক্ষমা সুখ-শান্তি খোদা কাছে প্রার্থনা করে কারাগারে আটক সকল আলেম ও ওলামাদের মুক্তি দাবি করা হয়।