ঢাকা 11:17 am, Friday, 18 July 2025

বিএনপি ছাড়ার কারণ জানালেন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা বিএনএমের মহাসচিব ফরিদগঞ্জের ড. শাহজাহান

  • Reporter Name
  • Update Time : 09:58:09 pm, Friday, 1 December 2023
  • 9 Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মহাসচিব ও মুখপাত্র ড. মোহাম্মদ শাহজাহান

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মহাসচিব ও মুখপাত্র ড. মোহাম্মদ শাহজাহান বিএনপি ছাড়ার কারণ জানালেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনএম মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করতে এসে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, ফরিদগঞ্জ উপজেলায় বিএনপিকে প্রতিষ্ঠা করার জন্য আমি অগ্রণী ভূমিকা পালন করেছি। একই সঙ্গে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলাতেও বিএনপিকে প্রতিষ্ঠা করতে আমার অবদান রয়েছে। আমি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ সহকারী ও উপদেষ্টা হিসাবে কাজ করেছি। আমি চেষ্টা করেছি বিএনপিকে আমার অর্জিত জ্ঞান থেকে ভালো কিছু দেওয়ার। বিএনপি সরকারের সময়ে উচ্চতর আদালতে আমার বিচারপতি হিসাবে শপথ নেওয়ার কথা ছিল।

কিন্তু রাজনীতি বিশেষ করে নির্বাচন করতে হবে খালেদা জিয়ার এই নির্দেশনার কারণে আমি শপথ নিইনি। ১/১১ পরবর্তী সময়ে ২০০৮ সালের নির্বাচনে খালেদা জিয়া আমাকে দলীয় মনোনয়ন দিয়ে প্রতীক বরাদ্দের জন্য বললেও ওই সময় প্রবাস থেকে ওহি আসায় এবং অর্থকড়ির কারণে আমাকে দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করতে দেওয়া হয়নি। ফলে আমি নির্বাচন থেকে সরে গিয়েছি। সেই থেকে অভিমানের কারণে দল থেকে দূরে রয়েছি। প্রবাস থেকে নির্দেশনা এবং অর্থকড়িই যদি সব কিছু হয়, সেখানে বিএনপির রাজনীতি কীভাবে হবে। তাই বিএনপি ছেড়েছি।

আদর্শগতভাবে রাজনীতি করার জন্য বিএনএম প্রতিষ্ঠা করি। আমরা কলুষমুক্ত রাজনীতিকে এগিয়ে নিতে এবং মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে নির্বাচনে মাঠে এসেছি। ইতোমধ্যেই বিপুল সাড়া পেয়েছি। নির্বাচন কমিশন তাদের কথা অনুযায়ী সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করলে আমরা সংসদে ভালো অবস্থান নিতে সক্ষম হব। কারণ জনগণ আমাদের সঙ্গে রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

Popular Post

হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের দেয়ালে দেয়ালে আঁকা হচ্ছে ‘জুলাই অভ্যুত্থান’র গ্রাফিতি

বিএনপি ছাড়ার কারণ জানালেন খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা বিএনএমের মহাসচিব ফরিদগঞ্জের ড. শাহজাহান

Update Time : 09:58:09 pm, Friday, 1 December 2023

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের (বিএনএম) মহাসচিব ও মুখপাত্র ড. মোহাম্মদ শাহজাহান বিএনপি ছাড়ার কারণ জানালেন।

দ্বাদশ সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের বিএনএম মনোনীত প্রার্থী হিসাবে মনোনয়নপত্র দাখিল করতে এসে বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

তিনি বলেন, ফরিদগঞ্জ উপজেলায় বিএনপিকে প্রতিষ্ঠা করার জন্য আমি অগ্রণী ভূমিকা পালন করেছি। একই সঙ্গে পার্শ্ববর্তী লক্ষ্মীপুর জেলাতেও বিএনপিকে প্রতিষ্ঠা করতে আমার অবদান রয়েছে। আমি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ সহকারী ও উপদেষ্টা হিসাবে কাজ করেছি। আমি চেষ্টা করেছি বিএনপিকে আমার অর্জিত জ্ঞান থেকে ভালো কিছু দেওয়ার। বিএনপি সরকারের সময়ে উচ্চতর আদালতে আমার বিচারপতি হিসাবে শপথ নেওয়ার কথা ছিল।

কিন্তু রাজনীতি বিশেষ করে নির্বাচন করতে হবে খালেদা জিয়ার এই নির্দেশনার কারণে আমি শপথ নিইনি। ১/১১ পরবর্তী সময়ে ২০০৮ সালের নির্বাচনে খালেদা জিয়া আমাকে দলীয় মনোনয়ন দিয়ে প্রতীক বরাদ্দের জন্য বললেও ওই সময় প্রবাস থেকে ওহি আসায় এবং অর্থকড়ির কারণে আমাকে দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করতে দেওয়া হয়নি। ফলে আমি নির্বাচন থেকে সরে গিয়েছি। সেই থেকে অভিমানের কারণে দল থেকে দূরে রয়েছি। প্রবাস থেকে নির্দেশনা এবং অর্থকড়িই যদি সব কিছু হয়, সেখানে বিএনপির রাজনীতি কীভাবে হবে। তাই বিএনপি ছেড়েছি।

আদর্শগতভাবে রাজনীতি করার জন্য বিএনএম প্রতিষ্ঠা করি। আমরা কলুষমুক্ত রাজনীতিকে এগিয়ে নিতে এবং মানুষের ভোটের অধিকার নিশ্চিত করতে নির্বাচনে মাঠে এসেছি। ইতোমধ্যেই বিপুল সাড়া পেয়েছি। নির্বাচন কমিশন তাদের কথা অনুযায়ী সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করলে আমরা সংসদে ভালো অবস্থান নিতে সক্ষম হব। কারণ জনগণ আমাদের সঙ্গে রয়েছে।