অনলাইন নিউজ ডেস্ক :
পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে খাইবার পাখতুনখাওয়া প্রদেশে একটি পুলিশ স্টেশনে হামলার ঘটনা ঘটেছে। এতে চার নিরাপত্তা কর্মকর্তা নিহত ও অনেকে আহত হয়েছেন। স্থানীয় সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) এ হামলার দায় স্বীকার করেছে।
খাইবার পাখতুনখাওয়ায় আফগান সীমানাঘেঁষা দেরা ইসমাইল খান জেলায় আজ মঙ্গলবার এ হামলার ঘটনা ঘটে। এ সময় পুলিশ স্টেশনের ফটকে বোমার বিস্ফোরণ ঘটানো হয়। চালানো হয় গুলি। বোমা-গুলিতে চারজনের প্রাণ গেছে। আহত হয়েছেন ২৮ জন। রাষ্ট্রীয় উদ্ধারকারী সেবা সংস্থার কর্মকর্তা আইজাজ মেহমুদ এ তথ্য জানিয়েছেন।
হামলার পর টিজেপির পক্ষ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, তাদের যোদ্ধারা পাকিস্তানি সেনাবাহিনীকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে হতাহত ব্যক্তিরা সামরিক বাহিনীর সঙ্গে সম্পৃক্ত কি না, তা নিশ্চিত করা হয়নি।
সাম্প্রতিক সময়ে টিজেপির উত্থান ঘটেছে। ধারণা করা হয়, এ গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সঙ্গে সম্পৃক্ত। তবে তা যাচাই করা সম্ভব হয়নি। তারা সরকারের পতন ও ইসলামি অনুশাসন প্রতিষ্ঠা করতে চায়।