ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া ॥
দ্বাদশ সংসদ নির্বাচন উপলক্ষে চাঁদপুরের কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা ও সন্তানদের সাথে মতবিনিময় সভা করেছেন-বাংলাদেশ আওয়ামী লীগের মনোননীত চাঁদপুর-১ কচুয়া আসনের নৌকার প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ। শুক্রবার (২২ ডিসেম্বর) সকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
ৎউপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন মিয়ার সভাপতিত্বে ও ডেপুটি কমান্ডার আলহাজ¦ জাবের মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ড. সেলিম মাহমুদ। এসময় তিনি বলেন, আমাদের নেত্রী জননেত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের অনেক সম্মান ও শ্রদ্ধা করেন। তিনি আপনাদের জন্য অনেক কিছু করেছেন, ভবিষ্যতেও করবেন। আওয়ামী লীগ হলো মুক্তিযোদ্ধাদের দল।
মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগ অবিচ্ছিন্ন। আওয়ামী লীগ মানেই বঙ্গবন্ধু, তিনি এ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও বাংলাদেশ অবিচ্ছিন্ন। বাংলাদেশ থেকে তাঁর নাম মুছে ফেলা যাবে না, এ জাতি তা প্রমাণ করেছে। আমার পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জানাচ্ছি। শেখ হাসিনার প্রতীক নৌকা। এই নৌকা আমাদের স্বাধীনতার প্রতীক, মুক্তিযোদ্ধাদের প্রতীক, রাষ্ট্রের প্রতীক। শেখ হাসিনার প্রতিনিধি হিসাবে আমাকে আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন সেই আশা ও বিশ^াস আছে আপনাদের প্রতি।
একইদিন বিকালে পৌর বাজারে ড. সেলিম মাহমুদ গণসংযোগ করেন। গণসংযোগ শেষে কচুয়া উত্তর বাজারে পথসভা অনুষ্ঠিত হয়। চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ¦ আইয়ুব আলী পাটওয়ারী সভাপতিত্বে ও উপজেলা আওয়মী লীগের সাধারণ সম্পাদক সোহবার হোসেন সোহাগ চৌধুরীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কচুয়া আসনে নৌকার প্রার্থী কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদ, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপন, ভাইস চেয়ারম্যান মাহবুব আলম, কাউন্সিলর মাসুদ আলম, কচুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি জাকির হোসেন বাটা প্রমুখ।