কচুয়ায় পুকুরে পড়ে সহোদর দুই ভাইয়ের দুই সন্তানের মৃত্যু হয়। গতকাল শনিবার সকালে ১১ টার দিকে উপজেলার কড়ইয়া ইউনিয়নের কালচোঁ গ্রামে তালুকদার বাড়ীতে এ ঘটনা ঘটে। মারা যাওয়া শিশু দুটি সম্পর্কে চাচাতো ভাই । শিশু দুইটি আবু সাইদ (০২) ও আবরার হোসাইন (০২)। আবু সাইদ মো. ইয়াছিন তালুকদারের ছেলে, আবরার হোসাইন মহিন তালুকদারের ছেলে।
নিহত শিশুদের দাদা মকবুল হোসেন তালুকদার জানান, শনিবার বেলা ১১টার দিকে আমার নাতিরা আবু সাঈদ ও আবরার হোসাইন একসঙ্গে খেলছিল। অনেকক্ষন তাদের দেখতে না পেয়ে খুজাঁখোজি একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে পড়ে তাদের মুখ পানির নিচে ডুবে থাকতে দেখা যায়। দ্রুত তাদের উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা.ফাহিম রায়হান তাদের মৃত ঘোষণা করে।
Reporter Name 




















