অনলাইন নিউজ ডেস্ক :
চীনের সঙ্গে তাইওয়ানের পুনরেকত্রীকরণ এখনো ‘অনিবার্য’ বলে মন্তব্য করেছে বেইজিং। তারা বলেছে, তাইওয়ান চীনের তাইওয়ান। তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টির (ডিপিপি) প্রার্থী লাই চিং-তে জয়ী হওয়ার প্রতিক্রিয়ায় বেইজিং এ কথা বলেছে।
গতকাল শনিবার তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনে ডিপিপির প্রার্থী লাই চিং-তেকে প্রত্যাখ্যানের জন্য তাইওয়ানের ভোটারদের চাপ দিয়ে আসছিল চীন। কিন্তু তাইওয়ানের ভোটাররা চীনা চাপ দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে ডিপিপিকে তৃতীয় দফায় জয়ী করলেন। তাইওয়ানের স্বাধীনতার পক্ষে শক্ত অবস্থান ডিপিপির।
তাইওয়ান নিজেকে স্বাধীন-সার্বভৌম মনে করে। তবে তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে চীন।