ইসমাইল হোসেন বিপ্লব,কচুয়া ॥
কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নের আকানিয়া চৌকিদার বাড়ির আব্দুল জলিল নামে এক অসহায় পরিবারকে আকানিয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের অর্থায়নের গৃহ নির্মাণ করে দেওয়া হয়েছে। গৃহ নির্মাণকাজ সম্পন্ন হলে শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত ঘরের শুভ উদ্বোধন করা হয়। এসময় অসহায় পরিবারের জন্য দোয়া ও মিলাদের আয়োজন করেন আকানিয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবীরা।
অসহায় আব্দুল জলিল জানান, আমার স্ত্রী ও ৬ মেয়ে নিয়ে অনেক কষ্টেয় মানবতার জীবনযাপন করে আসছি। পূর্বে যে ঘরটি আমার ছিল অনেক জরাজীর্ণ অবস্থা,একটু বৃষ্টি হলে ঘরের ভিতর হয়ে যেত পানি। আমি একজন শারীরিকভাবে অসুস্থ, সংসার ও পরিবার-পরিজন নিয়ে অনেক কষ্টে চলাফেরা করে আসছি। আমার এই কষ্টের দুর্দশা অবস্থায় দেখে আকানিয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনে লোকজন আমার পাশে দাঁড়িয়ে দুই রুম বিশিষ্ট একটি রঙিন টিনের ঘর নির্মাণ করে দেন। আমি আকানিয়া প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। মহান আল্লাহতালার কাছে ওনাদের জন্য আমি দুই হাত তুলে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে আয় রোজগার ও বরকত বাড়িয়ে দেন।
 
																			 Reporter Name
																Reporter Name								 















